আমি উইন্ডোজ ৭ আলটিমেট ইউস করি। সেট আপ করার পর প্রথম প্রথম সব পেনড্রাইভ সাপোর্ট করে, কিন্তু সফটওয়্যার সেটআপ দেয়ার পর পুরোনো পেনড্রাইভ সাপোর্ট করে ঠিকিই কিন্তু নতুন কোন পেন ড্রাইভ বা কার্ড রিডার, মেস স্টোরেজ ডিভাইজ ইত্যাদি সাপোর্ট করে না। দেখায় Device Driver software was not successfully installed. আর একটা ইরর সাউন্ড দেয়। আমার অটো আপডেট বন্ধ করা ছিলো, এই সমস্যার পর অটো ড্রাইভার আপডেট চালু করছি কিন্তু এখনোও সমস্যা সমাধান হয় নাই। XP ইউস করলে এই সমস্যা হয়না। প্লিজ কেউ সাহায্য করুন! আর একটা কথা, আমি যদি উইন্ডোজ আপডেট দেই কোনো সমস্যা হবে?? আমি বাজারে পাওয়া যায় নরমাল সিডি থেকে windows 7 ইন্সটল করছি,এটা কি জেনুইন?? আর যদি জেনুইন না হয় কি করে বুঝবো?আপডেট দিলে কি সমস্যা হতে পারে? জানা থাকলে সাহায্য করবেন প্লিজ!!
আমি sajibmazhar। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
upnar help line all time – 01677302649