মানিবুকারস একাউন্ট থেকে কি goDaddy ডোমেইন কেনা এবং রিনিউ করা যায়?

আসসালামু  আলাইকুম।

আমি একটি ডোমেইন কিনব। আমি মানিবুকারস থেকে ডোমেইনটি কিনতে চাই। মানিবুকারস থেকে কিনতে পারলে ভাল হয়।

আমার মতে goDaddy ডোমেইন সবচেয়ে ভাল। কারন এদের সার্ভিস ভাল। তাই আমি goDaddy থেকে ডোমেনইটি কিনতে চাই। তবে মানিবকুারস ব্যবহার করে।

মানিবুকারস থেকে কি goDaddy ডোমেইন কেনা যায়? এবং প্রতি বছর কি এখান থেকে রিনিউ করা যায়?

প্লিজ যদি হয়, তাহলে কিভাবে করবো সেটি একটু বলবেন।

ধন্যবাদ।

Level 0

আমি gold। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ক্রেডিট কার্ড ছাড়া সম্ভব নয় । ডোমেইন নিতে চাইলে নেমচিপ থেকে নিন । গোড্যাডির পরে এটার অবস্থান । আনভেরিফাইড পেপাল দিয়েও কিনতে পারবেন

Level 2

উত্তর না। উপদেশ – ভাই ডোমেইন কিনতে চাইলে সোজা নেমচিপ এ চলে জান।

Level 2

আমি ২ টা ডোমেইন GoDaddy থেকে (Cradit Card দিয়ে) এবং Yahoo থেকে ১ টা কিনে নেমচিপ এ ট্রান্সফার করে নিয়েছি।

Level 0

একটি কন্টাক্ট ডাইরেক্টরি Website করতে চাচ্ছি। কোন বিষয়ের উপরে করবো, মতামত প্রয়োজন।

আমি অনলাইনের সাথে সম্পৃক্ত আছি বহুদিন ধরে। আমি একটি কন্টাক্ট ডাইরেক্টরী সাইট তৈরী করতে চাচ্ছি। কিন্তু কোন বিষয়ের উপরে হলে সাইটটি ভাল হবে তা নির্ধারণ করতে অভিজ্ঞদের পরামর্শ প্রয়োজন।

আজকাল প্রায়ই দেখে থাকবেন, ইন্টারনেটে অনেক সাইট আছে যারা বিভিন্ন বিজনেসের ইমেইল, ফোন, ঠিকানা একই যায়গায় রেখে মেম্বারশীপ সাইট করে বিজনেস করছে। তারা অনলাইনে এই ধরনের সেবা প্রদান করছে। ঠিক একই ধরনের একটি সাইট আমি তৈরী করতে চাচ্ছি। কিন্তু কোন বিষয়ের কন্টাক্ট ডাইরেক্টরী করবো তা নির্ধারন করতে পারছিনা। যেমন: কেউ সব মিজজিক কোম্পানীর নাম, টেলিফোন, লোকেশন, ইমেইল ইত্যাদি দিয়ে একটি মেম্বারশীপ সাইট তৈরী করেছে। এখন বিভিন্ন দেশের বিভিন্ন ইউজাররা এখানে একটি নির্দিষ্ট মূল্য দিয়ে এখানের সদস্য হয়ে সেসব কন্টাক্ট লিস্টগুলো দেখার সুযোগ পায়।

তাই আপনার যারা অভিজ্ঞ এ বিষয়ে শুধুমাত্র তারাই এখানে কমেন্ট করবেন। আমি কোন বিষয়ের উপরে কন্টাক্ট লিস্ট করলে অনলাইনে জনপ্রিয় হবে।

যেমন:

আমেরিকার সব হোটেল কোম্পানীর, মোবাইল, টেলিফোন, ইমেইল, লোকেশন,

অথবা,

আমেরিকার সব রেস্টুরেন্ট,

অথবা,

আমেরিকার সব ব্যাংক

ইত্যাদি.. ইত্যাদি।

আপনি এমন একটি ধারনা দিন যেটার জনপ্রিয়তা অনেক। আমি তাহলে সেই বিষয়ের উপরে একটি পূর্ন কন্টাক্ট ডাইরেক্টরী করবো।

আশাকরি আপনারা বুঝতে পেরেছেন।

তাই মন্তব্য করুন এক বা একাধিক বার। আপনার মূল্যবান মন্তব্য কামনা করছি।

সকলে ভাল থাকবেন।

virtual master card এর জন্য যোগাযোগ করতে পারেন। মোবা: ০১৭২৮৬৫৩৩৩৪ (মারুফ)।