ব্লগস্পট থেকে সরাসরি ডোমেইন নিতে চাই।

আমি ব্লগস্পটের কাজ মোটামুটি পারি।এখন ইচ্ছা ব্লগস্পট থেকেই ১০$ দিয়ে সরাসরি একটা ডোমেইন কিনে ফেলব।কিন্তু সমস্যা হল আমি পেমেন্ট মেথডটা জানি না।আমার ক্রেডিট কার্ড নেই। frown

অনেকেই বলে ওয়ার্ডপ্রেসে খুলতে ব্লগস্পটে না খুলে।কিন্তু ভাই,আমি ওয়ার্ডপ্রেসের চেয়ে ব্লগস্পট ভালো পারি।কেউ যদি জানেন কীভাবে ব্লগস্পট থেকে সরাসরি ডোমেইন নেওয়া যায় তাহলে একটু কষ্ট করে কমেন্ট করে আমাকে হেল্প করেন।

আরো কিছু প্রশ্নঃ

  • ব্লগস্পটে কি লগিন সিস্টেম করা যায়? আমি যতটুকু জানি করা যায় না।অন্য উপায় থাকলে একটু জানান।
  • ব্লগস্পট থেকে সরাসরি ডোমেইন নিলে কি কি সুবিধা পাওয়া যায়?
  • ব্লগস্পটে ডোমেইন নিলে ব্যান্ডউথ কত দেয়?
  • আরেকটা প্রশ্ন, ব্লগার থেকে ডোমেইন না কিনে কেনো সবাই ওয়ার্ডপ্রেস ব্যবহার করতে বলে।

Level 0

আমি Shahriar Islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

উত্তর ১ : না , ব্লগস্পটে লগইন ব্যাবস্থা করা যাবে না । তবে আপনি যদি প্রফেশনাল ব্লগিং করতে চান তাহলে লগইন সিস্টেমের কোনো দরকার আছে বলে মনে করি না ।

উত্তর ২ : ব্লগস্পট থেকে সরাসরি ডোমেইন নিলে আপনাকে ডোমেইন সেটাপের ঝামেলায় যেতে হবে না । আপনি যদি নেমচিপের মত কোনো কোম্পানি থেকে ডোমেইন কিনেন তাহলে সেটা আলাদা ভাবে আপনার ব্লগে সেটাপ করতে হবে কিন্তু ব্লগস্পট থেকে নিলে কিছুই করতে হবে না ।

উত্তর ৩ : ব্লগস্পট সম্পুর্ন ফ্রী এবং আনলিমিটেড । আপনি যত ইচ্ছা ব্যান্ডইউথ ব্যাবহার করতে পারবেন ।

উত্তর ৩ : আপনি যদি প্রফেশনালি ব্লগিং করতে চান তাহলে আমিও বলবো ওয়ার্ডপ্রেস ব্যাবহার করতে । প্রথমত ব্লগস্পটে বানানো সাইট আপনার হলেও আপনার না । ব্লগার টিম চাইলে যেকোনো সময় সেটা ডিলিট করে দিতে পারবে আর যদি করে দেয়া তাহলে আপনার কিছুই করার নেই কারন তাদের টার্মস এন্ড কন্ডিশনে সেটা লেখা আছে আর আপনি তাদের টার্মসের সাথে একমত হয়েই সাইট ওপেন করেছেন । আর আমার মতে আপনি যদি এইটিএমএল জেনে থাকেন তাহলে একটু সময় নিয়ে ওয়ারডপ্রেস শিখে নিন । বিশ্বাস করুন আর নাই করুন ব্লগস্পট থেকে ওয়ার্ডপ্রেস ডিজাইনিং অনেক সহজ । আর সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশনের জন্যও ওয়ার্ডপ্রেস ই বেস্ট কারন ওয়ার্ডপ্রেস এর আছে অনেক এসইও প্লাগিন । আপনি ব্লগস্পট ব্যাবহার করলে সব কিছু হাতে হাতে করতে হবে কিন্তু ওয়ার্ডপ্রেসে প্লাগিন দিয়েই অনেক সুবিধা করে নিতে পারবেন । আর সবথেকে বড় কথা ওয়ার্ডপ্রেস দিয়ে বানানো সাইট আপনার নিজের । কারও সাধ্য নেই আপনার সাইট ডিলিট করা ( হ্যাকার আর আপনার হোস্টিং কোম্পানি ছাড়া ) ।

ধন্যবাদ 😀

”কিন্তু সমস্যা হল আমি পেমেন্ট মেথডটা জানি না।আমার ক্রেডিট কার্ড নেই।” এই প্রশ্নটির জবাব জানা দরকার ছিল আমারও।

ব্যান্ডইউথ টা কি ? আমি ওয়ার্ডপ্রেস এ অ্যাকাউন্ট খুলসি কিন্তু কোন থিম আপলোড করতে পারি না আপলোড এর কোন অপশন দেখি না।