সবাইকে উৎসবের শুভেচ্ছা। পূজা তো শুরু হয়ে গেছে আর সামনে ঈদ। আজ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তা হলো ফাইল শেয়ারিং সমস্যা। আমাদের সবার প্রিয় টিউনার প্রবাসী ভাইয়ের সাম্প্রতিক একটি টিউন হল "অনেক অনেক অনেক অনুরোধের কিছু সফটওয়্যার যা মিডিয়া ফায়ার ডিলিট করেছিলো। আপনাদের অনুরোধে পুনরায় আপলোড" লিংক: https://www.techtunes.io/download/tune-id/157905 । কিন্তু মজার ব্যাপার হলো আমি কোন রকমে ফটোশপ ডাউনলোড করতে পেরেছি বাকী কোনটাই আর সম্পূর্ণ ডাউনলোড করতে পারি নাই। আমার মনে হয় এ সমস্যা অনেকেরই হয়েছে। প্রবাসী ভাই আমাদের সবার অনুরোধে সাড়া দিলেও কাজের কাজ তেমন একটি হলো না। কারণ তো আমরা জানি ই। শুধু এখানেই শেষ নয়। যেখানেই যাই মিডিয়া ফায়ার লিংক কাজ করে না, ফাইল ডিলেটেড (যেমন- doridro.com)। অন্যান্য সাইটগুলো থেকে ডাউনলোড করা বেশ ঝামেলার। আমাদের জন্য মিডিয়া ফায়ার ছিল বিশাল আশীর্বাদ স্বরূপ। কিন্তু এখন যেহেতু এতে কাজ হচ্ছে না আমাদের বিকল্প, সহজ এবং অবশ্যই বিনে পয়সায় কাজ করা যায় তেমন একটি উৎস খুঁজতে হবে (মিডিয়া ফায়ার-এর মত)। এখানে অনেক অভিজ্ঞ টিউনার রয়েছেন আশা করি আপনারা একটি ভাল সমাধান দিবেন। আমি অবশ্য একটি সাইট খুঁজে পেয়েছি (http://uppit.com)। এখানে ফ্রিতে ৫০০ মে.বা. পর্যন্ত ফাইল আপলোড ও শেয়ার করা যায়। আশাকরি আপনারা সবাই ব্যপারটি দেখবেন।
আমি Roman Khan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
thnx..bt..remote upload dibe.?