টেক টিউনস এর সকল অভিজ্ঞ দের কাছে সাহায্য চাই। আমি আমার ওয়েবসাইট এর এসইও করছি। ব্যাক লিঙ্ক অনেক কষ্টে ২ মাসে ১৩ টি হইছে। আমি এই পর্যন্ত ১৫০০ টির বেশি ব্যাক লিঙ্ক বানাইসি মনে হয়। কারন ৫০০ এর উপরে ওয়েব ডাইরেকটরি তে লিঙ্ক আরটিকেল সাবমিট করসি। ১০০ এর বেশি .edu .gov সাইট এ আমার ওয়েবসাইট এর লিঙ্ক আছে। অই সবগুলা ডু ফলো । ফোরাম এর কথা আর নাইবা বললাম। ধরলাম গুগল আমার সাইট ব্যান করে দিসে। বাট গুগল আমার ওয়েবসাইট এর সার্চ দেখাছে। আমার ওয়েবসাইট লিখে সার্চ দিলে আমার ওয়েবসাইট গুগুল এ পাওউয়া যায়। টেক টিউন এ যত রকমের এস ইও এর উপরে পোস্ট আছে মোটামুটি সব গুলাই পরসি। পাণ্ডা আর পেঙ্গুইন এর মাথা ঠাণ্ডা থাকে এমন ভাবে এস ইও করছি। কিন্তু ব্যাক লিঙ্ক ৩ মাস পার হল । ১৩ টির বেশি ব্যাক লিঙ্ক পাইলাম না। সাইট ম্যাপ ঠিক ভাবে গুগুল এ জমা দিসি। কোন প্রবলেম নাই। কিন্তু ব্যাক লিঙ্ক বাড়ে না। গুগুল ক্রাওউলা রে কি কেও ঘুম এর ওষুধ খাউয়াইয়া দিল নাকি একটু জানান। এস ইও বিজ্ঞদের কাছে হেল্প চাই। আর একটা কথা বলি। আমি কিন্তু স্প্যাম করি না। ব্যাক লিঙ্ক তৈরির সময় স্প্যাম করি নাই। হেল্প চাই। হেল্প চাই। হেল্প চাই। ব্যাক লিঙ্ক চাই। ব্যাক লিঙ্ক চাই। ব্যাক লিঙ্ক চাই। ভাই বানান একটু একটু ভুল হইতে পারে। মাথা আউলাইয়া গেসে।
আমি ফয়সাল আহমেদ ইমরান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 8 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমার নাম ফয়সাল আহমেদ। কম্পিউটার এর উপর আমার অনেক আগ্রহ। আমার বয়স ১৩। এর ই মধ্যে আমি কম্পিউটার এর অনেক কিছু শিখেছি। এখন কোন অপারেটিং সিস্টেম সেটআপ দেয়া আমার জন্য কোন ব্যাপার এ না। তাছাড়া মাইক্রোসফট ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট এ প্রেজেন্টেশন আমার নিত্যদিনের ব্যাপার। আমার ওয়েবসাইট ও আছে। http://bddownload.net হল...
Vai apner problem ta bujte parasi…apne relavent site a back link korar chasta koren….back links paya jabe….