Galaxy S2 Made By Samsung Made in China? Help Please

আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই। আশা করি ভাল আছেন। আমার এই টিউনটি সাহায্য বা পরামর্শ বিষয়ক। দেখুন তো কিছুটা Help করতে পারেন কিনা?

ইরাক থেকে স্যামসাং স্মার্ট ক্যাফ থেকে My Dad একটা গালাক্সি এস 2 কিনেছেন। তাতে ভিতরে না কি লেখা আছে Made by Samsung

ও Made in China. আমি বগুড়া স্মার্ট ক্যাফেতে গিয়ে জানতে চাইলাম যে ভাইয়া বাংলাদেশে কোন দেশ থেকে এই ফোন গুলো আসছে। তারা আমাকে বললেন ফোনগুলো সাধারণত ভিয়েতনাম Vietnam থেকে আসে।

My Dad > Facebook এ কিছু ছবি ও দিয়ে পাঠিয়েছেন।

 

ব্যক কভার নাকি দুই ধরণের দিয়েছে। এটা আর খরখরা জাতীয়। বলবেন কি?

 

 

কি মনে হয় আসল না কি?

 

 

I need urgent response.

 

 

 

Level 0

আমি মোঃ মামুনুর রশিদ নাহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 144 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কি ব্যপার ছবি আপলোড হচ্ছে না তো?

Level 0

বাংলাদেশে Samsung SII and SIII আমদানি করে Transcom Mobile এবং এদের আমদানি করা সবগুলো সেটই Chines, কারন China হলো বাংলাদেশ, ভারত, পাকিস্তান এই সব দেশ ও ইরান, ইরাক ইত্যাদি এবং China টেরিটরি এর জন্য Samsung এর মোবাইল ডিভাইস তৈরী করে। এতো করে খরচ কমে যায়। আর Made by Samsung এর অর্থ হচ্ছে, এই ডিভাইসটা Samsung এর তৈরী। SGSII China তৈরী করেছে বলে মন খারাপ করার কিছু নেই। কারন iPhone ও China তেই তৈরী হয়। আর এগুলো branded product, তাই তৈরী হয় আন্তর্জাতিক মান বজায় রেখে। আশা করি বুঝতে পেরেছেন।

অনেক ধন্যবাদ ভাই। আমি দুঃখিত কারন ছবি গুলো আপলোড করতে সমস্যা হয়েছিল।

কিন্তু এখন আমি ছবি দিয়ে আপডেট করব দেখে আবার একটু কমেন্ট করবেন।

এটা কি থিম দেয়া না কি? সেট টার মডেল Galaxy S2

i9100G

আমার আব্বা বলল এর নাকি ৩২ গিবা মেমোরি, তার মতে ৮ মেগা পিক্সেল ক্যামেরাটা না কি সুপার্ব ছবি তোলে। আমি অবশ্য সেটাই আনতে বলেছি। তিনি আশা করি কোরবানির ইদের পর সপ্তাহের মধ্যে আসবেন।

ছবি দিই তা আসে না তো। কিভাবে দিবো ?