সমস্যাটি সমাধান হলনা-অনুগ্রহ করে আরেকবার বিবেচনা করুন।

আমি কিছু আর্টিকেল অনেক আগে বিজয় কিবোর্ড ব্যাবহার করে লিখে রেখেছিলাম।এখন তা এই সাইটে পাবলিশ করতে চাই কিন্তু কপি পেস্ট হচ্ছেনা।সমস্যাটি কি ইউনিকোড বিষয়ক?যদি হয় তাহলে কি করতে পারি?না হলে আসলে সমস্যাটা কি ও  সমাধান কি?জানিয়ে কৃতজ্ঞতার পাশে আবদ্ধ করুন।উল্লেখ্য এখন অভ্র ব্যাবহার করি।লেখাটি ওয়ার্ডে KarnaphuliMJ ফন্ট দিয়ে লেখা হয়েছিল।যেকোন ব্রাউজারে সাধারনত নিচের মত দেখায়।

ppp

ooo

Level 0

আমি রেজওয়ান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 94 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুলত ওয়েব ডেভেলপার।এছাড়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে পড়ছি।www.webcoachbd.com সাইটটি ডেভেলপ ও মেইনটিনেন্স আমি করছি।আমি এই সাইটটির একমাত্র স্বত্তাধিকারী।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই বিজয় এর লিখা আলাদা আর অভ্র এর লিখা আলাদা তাই এসাইট লিখতে হলে অভ্র ছাড়া লিখা যাবে না। http://www.bdforall.weebly.com

একটা কথা বলি রেজওয়ান ভাই আপনি যতদিন ধরে সাহায্য চাইছেন ততদিনে ওই লেখার হুবহু কপিটা কয়েকবার লিখতে পারতেন। বেশি সময় তো লাগার কথা না। মনে কিছু কইরেন না কেননা যেহেতু আপনাকে কেউ সাহায্য করতে পারছে না তাই কথাগুলো বললাম।

    না মনে কিছু করিনি।তবে আপনি যেমন ভেবেছেন আসলে ব্যাপারটি এরকম নয়।যেটা লিখতে চাচ্ছি সেট বেশ বড় এবং কয়েক পর্বে লিখতে হবে এছাড়াও আরও এরকম বেশ কিছু লেখা আছে যেগুলো টেকটিউনারদের সাথে শেয়ার করতে চাই।তাছাড়া এক লেখা বার বার লেখা,অনেক লেখা,সময়ের সল্পতা,বাংলা টাইপিং এর স্পিড কম ইত্যাদি টুকিটাকি সমস্যা তো আছেই।তবে শেষ প্রর্যন্ত কোন সমাধান না হলে হয়ত আবার কিবোর্ড আর মনিটরের সাথে লম্বা সময় দিতেই হবে।ধন্যবাদ।

    হুমম ঠিক, কারন এখন বেশি ওয়েবসাইটেই ইউনিকোড ব্যবহার করা হয়

আপনার লেখাগুলো ইউনিকোডে কনভার্ট করতে এই https://www.techtunes.io/featured/tune-id/998/ টিউনটি পড়ুন। আপনার সমস্যার সমাধান হবে। আর আপনার পিসিতে বাংলা সঠিক ভাবে দেখার জন্য https://www.techtunes.io/bangla-help/ থেকে (শুধু মাত্র উইন্ডোস এক্সপির জন্য) iComplex Bangla ইন্সটল করে নিন।

    ধন্যবাদ।অনেক উপকার হল।অসংখ্য ধন্যবাদ।