সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশাকরি সকলে ভালো আছেন। আমি সিহাব সুমন। আমি বর্তমানে খুব বড় একটা সমস্যার মধ্যে আছি। আমি উইন্ডোজ 7 ব্যবহার করি, ইন্টারনেট ব্যবহার করার আগে অটোমেটিক আপডেট এবং ফায়ার ওয়াল অফকরে দিয়ে ব্রাউজ করি যার ফলে ইন্টারনেট এর ডাটা অপচয় হয় না। কিন্তু বর্তমানে আবার সেই ডিস্ক দিয়ে উইন্ডোজ দেয়ার পর, অটোমেটিক আপডেট এবং ফায়ার ওয়াল সবকিছুই বন্ধ করেছি, তার পরও মডেম কানেক্ট করার সাথে সাথে অটোমেটিক আপডেট শুরু হচ্ছে, কি যে আপডেট হচ্ছে তা আমি বলতে পারবো না।এতে করে আমার গত মাসের 2 জিবি ডাটার মাত্র 100 মেগাবাইট মত কাজে লেগেছে, বাদ বাকী সব ঐ আপডেটের পিছনে গেছে। যদি কোন ভাই, আমার এই সমস্যার সমাধান দিতে পারেন তা হলে খুবই উপকৃত হব। বলে রাখি যে, আমি সিটিসেল জুম আল্ট্রা ব্যবহার করি। উইন্ডোজ সেভেন এর 5 টা ডিস্ক দিয়ে উইন্ডোজ দিয়ে দেখেছি কাজ হয় না। কিন্তু উইন্ডোজ এক্সটি তে আপডেট হয় না, অর্থাত এক্সপি তে কোন সমস্যা নেই যত সমস্যা ঔ সেভেন এ।
আমি সিহাব সুমন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 22 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি সিহাব সুমন, পেশায় একজন ছাত্র শখ হিসেবে বাংলা ও ইংরেজীতে ব্লগিং করি। ব্লগ গুলো থেকে কিছু জানার ও জানানোর প্রচেষ্টায় আছি। আমার একটি বাংলা ব্লগ আছে সেটি হল- http://itbatayan.com সুযোগ হলে একবার এখানে দেখে আসতে পারেন।
আপনি উইন্ডোজের আপডেট বন্ধ রেখেছেন তা নিশ্চিত কতটুকু? তাছাড়া আপনার এন্টিভাইরাস সহ অন্যান্য সফটওয়ারও আপডেট নিতে পারে। আর আপনি যে ফায়ারওয়াল বন্ধ রেখেছেন তা কিন্তু আপনার নিরাপত্তার জন্য হুমকি। ওটাতে আপনার ডাটা খরচ হয় না। নিচের লিংকটি দেখুন আপডেট অন আছে কিনা।
http://kamrulcox.blogspot.com/2012/05/blog-post_8807.html