আমিও সনি এরিকসন এক্সপেরিয়া মিনি প্রো SK17i কিনেছি।আমি আগে কখনও অ্যান্ড্রয়িড সেট ইউজ করিনি।ফলে অ্যানড্রয়িড এর অনেক টার্ম আমি বুঝিনা। আমিও সেট এর ice cream sandwich এ upgrade করতে ভয় পাচ্ছি। আবার স্লো হবেনা তো।কারন আমার এক বন্ধু এই সেট ব্যাবহার করে।ও upgrade করার পর স্লো হয়ে গিয়েছে,তবে বেশি স্লো না।ওরটার থেকে আমারটার স্পীড বেশি। এখন আমি কি করবো? আপগ্রেট করবো? নাকি করবো না। করলে কিভাবে করবো? নতুন সেট তাই একদম সেফ উপায় টা কেউ বলে দেন।
আমি অভীত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 72 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।