আমি মাইক্রোসফট অফিস ২০১৩ এর প্রিভিউ ব্যবহার করলাম, সবচেয়ে ভালো লাগলো পাওয়ারপয়েন্ট এর আপডেট। কিন্তু অফিস ২০১০ রেখে ইন্সটল করার পর যখন অফিস ২০১০ চালু করা হয় তখন দেখায় যে, অফিস ২০১০ এ্যাক্টিভেটেড নয়, অথচ আগে এ্যাক্টিভেট করা ছিল। দুই ভার্সনের অফিস ডিলিট করে আবার অফিস ২০১০ ইন্সটল করার পরও একই সমস্যা হচ্ছে।
এ সমস্যার কোন সমাধান কারও জানা থাকলে জানাবেন প্লিজ।
আর একই সাথে দুই ভার্সনের অফিস ব্যবহার করা পদ্ধতি কী?
ধন্যবাদ।
আমি roney007du। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 17 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আমি আপনার মতইএক সাহায্য প্রার্থী ।কিন্তু কিভাবে এই সাহায্য বিভাগে পোস্ট করতে হয় তাই জানি না।প্লিজ হেল্প মি..আমার একাউন্ট আছে কিন্তু সিস্টেমটা জানি না দয়া করে জানিয়ে দিন না ভাইয়া