আমি একটি নতুন মোবাইল ফোন কিনতে চাই। বাজেট মাত্র ৮,০০০/- টাকা। কিন্তু সেটটা হ্যাভি ডিউটি মানে শক্ত-পোক্ত হতে হবে। একটু ব্যস্ত টাইপ মানুষ তো....পরামর্শ দিন, কোন মডেলটা কেনা যায়?, অ্যান্ড্রয়েড বাদ। আচ্ছা, নকিয়া ৬৩০৩ সেটটা কেমন হবে বলুন তো?
এর আগে নকিয়া ৫৫৩০ এক্সপ্রেস মিউজিক সেটটা চালাতাম। টাচ সেট আর ভাল লাগে না। অন্য কিছু দরকার, মেটালিক বডি টাইপের।
আমি Farhad_Alam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নকিয়া সেট কিনলে ভাল হয় আর ৬৩০৩ সেট টা ভালো ক্যামেরা ক্লিয়ার আর ও মোবাইল সম্প্রকে জানতে ভিজিট করুন http://www.mobilebazer.com