——-:::::::ব্লগ্গিং বিষয়ক বিস্তারিত সাজেসন চাই::::::::——

Level New

আমি Shafkat Aziz। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 49 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আপনি এই ব্লগটি দেখতে পারেন http://www.itech-sharif.blogspot.com

Level New

১. কিভাবে একজন সফল ব্লগার হওয়া যায় ?
উত্তরঃ নিচের প্রশ্নের উত্তর গুলো দেখুন।

২. কিভাবে ব্লগার. কম এর ব্লগ কে সুন্দর ভাবে উপথাপন করা যায়?
উত্তরঃ ব্লগার এর অনেক টিউটোরিয়াল আছে। এবং অনেক টেমপ্লেট আছে। একটা ভাল দেখে টেমপ্লেট ব্যবহার করে ব্লগিং শুরু করবেন।

৩.সফল ব্লগার হতে কি পেইড ব্লগ অবস্যক নাকি ব্লগার .কম এর ফ্রি ব্লগ দিয়ে ও সফলতা অর্জন সম্ভব.?
উত্তরঃ ফ্রী ব্লগ দিয়েই সম্ভব। তবে পুরোপুরি প্রফেশনাল ব্লগিং করতে চাইলে ডোমেইন-হোস্টিং কিনে ব্যবহার করতে পারেন।

৪.ব্লগ এ কিভাবে ভিজিটর বাড়ানো যায়?
উত্তরঃ এক কথায় বলতে গেলে এস ই ও এর উপর কিছুটা দক্ষতা থাকলেই চলবে। ভালো ভালো ইউনিক এবং মান সম্মত পোস্ট করুন। বিভিন্ন ব্লগে এবং ফেসবুকে আপনার পোস্ট শেয়ার করুন। এবং নিয়মিত সাইট আপডেট করবেন।কপি পেস্ট করবেন না। অযাথা আপনার ব্লগের লিংক অন্য ব্লগে দিয়ে স্প্যামিং করবেন না। এবং ভিজিটর দের চাহিদার কথা চিন্তা করে ব্লগিং করুন।

৫. ব্লগ থেকে আয়ের উৎস গুলো কি কি ?
উত্তরঃ বিজ্ঞাপন হচ্ছে ব্লগ বা ওয়েবসাইট গুলোর আয়ের প্রধান উৎস। বিভিন্ন বিজ্ঞাপন কোম্পানী আছে যেমনঃ গুগল অ্যাডসেন্স।

৬. ব্লগ কে কিভাবে পপুলার করা যায় ?
উত্তরঃ চার নম্বর প্রশ্নের উত্তর দেখুন

৭.ডোমেইন এবং হোস্টিং কি?
উত্তরঃ সহজ ভাবে বলতে গেলে ডোমেইন হচ্ছে আপনার ওয়েবসাইটের একটি ঠিকানা। অর্থাৎ কেউ আপনার ওয়েবসাইটে ভিজিট করতে চাইলে যে ঠিকানা দিয়ে ভিজিট করবে সেটাই ডোমেইন। যেমন helpfulhub.com আর হোস্টিং হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে যে সকল জিনিস রাখবেন তার জন্য জায়গার প্রয়োজন হয়, এটাই হোস্টিং।

৮.একটি ব্লগার এর ব্লগ থেকে কি পরিমান আয় করা সম্ভব ?
উত্তরঃ ধৈর্য সহকারে চেষ্টা করলে অনেক আয় করা সম্ভব। নির্দিষ্ট করে কোন পরিমান বলা যাচ্ছে না।

আপনার ব্লগ দেখলাম মোটামুটি চলার মতন। তবে ইমেজ গুলো একটু কম করে দেওয়া ভাল। বা সাইজ কমিয়ে দেওয়া ভাল। তা হলে সাইট দ্রুত লোড হবে এবং ভিজিটর বিরক্ত হবে না। যতদুর সম্ভব ক্লিন টেমপ্লেট ব্যবহার করবেন এবং অপ্রয়োজনীয় জিনিস সাইট থেকে সরিয়ে দিবেন।

খুবই অল্প সময়ে সংক্ষিপ্ত আকারে আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম।

আরও বিস্তারিত জানার জন্য এবং কোন প্রকার প্রশ্ন থাকলে ভিজিট করতে পারেন এখানে http://HelpfulHub.com

    Level New

    ভাই আপনাকে যে কি বলে ধন্যবাদ দিব সেটা ভাষায় প্রকাশ করা যায় নাহ, যদিও আমার প্রশ্ন গুলো অনেকের কাছে অবান্তর মনে হতে পারে কিন্তু আমি মনে করি আমার মত অনেকেই এই সকল প্রশ্নের সম্মুক্ষীন যা কিনা অনেক ব্লগারদের কে ব্লগ্গিং করতে সাহায্য করবে. ভাই যদি আরো কিছু বিস্তারিত আলোচনা করতেন তবে আরেকটু উপকৃত হতাম……ধন্যবাদ

thanks for tune & Helpful Hub vai ke Mani Mani thanks
My Blog (free gmail)
http://onlineservicecv.blogspot.com/