GOOGLE ADSENCE এ সাহায্য করুন????

আমি গুগল ADSENCE পেতে চাই । আমাকে কেউ কি এর পরিপূর্ণ টিউটোরিয়াল দিটে পারবেন । দিতে পারলে খুবই উপকৃত হব । আমার নিম্নলিখিত সাহায্যের প্রয়োজনঃ

  • কিভাবে গুগল ADSENCE পাওয়া যায় ।
  • ব্লগ এর বয়স কত দিন হতে হয়?
  • ব্লগ এ কমপক্ষে কয়টি পোষ্ট থাকতে হবে ।
প্লীজ হেল্প?
প্লীজ হেল্প?
প্লীজ হেল্প?

Level 0

আমি রাহাত হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

গুগল অ্যাডসেন্স এর জন্য তেমন কোন টিউটোরিয়াল লাগে না। আপনার অ্যাকাউন্ট এপ্রোভ হলে আপনি নিজেই সব বুঝতে পারবেন। তবে আসল কথা হচ্ছে অ্যাকাউন্ট এপ্রোভ হওয়া। এটাই একটু কঠিন কাজ। আপনার ওয়েবসাইটে যদি মোটামুটি ২০০-৩০০ আর্টিকেল এর ইউনিক পোস্ট কোন প্রকার কপি পেস্ট ছাড়া থাকে। তা হলে আশা করা যায় ২/৩ মাস পর বয়স হলেই অ্যাপ্লাই করতে পারবেন। সাধারনত ৪০-৫০ টা পোস্ট হলেই অ্যাপ্লাই করতে পারেন। যদিও কিছু দিন আগে একজন ২৫ টি পোস্ট করেও অ্যাডসেন্স পেয়ে গেছেন। আরও বিস্তারিত জানতে পারেন পারবেন এখান থেকে http://helpfulhub.com/208/

    @Helpful Hub: আমি ব্লগারে বিভাগ তৈরি করব কিভবে?

      Level New

      @জিহান হাসান: আপনি ব্লগারে নতুন পোস্ট করার সময় ডান পাশে দেখবেন “Labels” আছে। ধরুন আপনি Technology বিভাগে পোস্ট করবেন। তা হলে লেবেল এর ওখানে Technology লিখলেই হয়ে যাবে। ওটা ব্লগারে দেখানোর জন্য লেআউট থেকে Add a Gadget এ গিয়ে Labels অ্যাড করে নিবেন। তা হলেই হয়ে যাবে।