আমার সনি লাইভ ওয়াক মান মোবাইল টাকে কয় দিন আগে ice cream sandwitch update করি।সনি থেকে অফিসিয়াল update .এরপর থেকে আমার ল্যাপটপ এর connectify wifi e আর connect হয় না। eset antivirus রিমুভ করলাম। এরপর connecত হয়।কিন্তু ৩ ৪ মিনিট পর আবার disconnect hoy, wifi আবার অন করলে আবার connect হয়,কিন্তু কিছুক্ষণ পর আবার একই অবস্থা,পি সি companion এ phn repair দিসি ৩ বার , factory reset korsi কিছুই ভাল হয়।download শুরু হবার কিছুক্ষণ পর এ নেট ছলে জায়,আবার ওয়াইফাই ওপেন করলে নিজে থেকেই সংযোগ পায়,virtual router install করে দেখেসি একই অবস্দথা।য়া করে কেউ সাহায্য করেন।খুব এ কষ্টে আসি.গেম ও নামাতে পারসি না।প্লিয প্লিজ. ইসসা হইতেসে আছাড় দিয়া মবাই টাকে ভাইঙ্গা ফেলি।xda forum e অনেক ঘুরা ঘুরি করসি,কিন্তু কোন লাভ এ হয় নাই।কেউ সাহায্য করেন প্লিজ
আমি fahim9435। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Sorry