BTCL কানেকশন কিভাবে শেয়ার করবো ???

সবাইকে সালাম।

আমার  BTCL  ইন্টারনেট কানেকশন টি কিভাবে আমার অন্য পিসি তে শেয়ার করবো এই ব্যাপারে হেল্প লাগবে।

আমি লাইন নেওয়ার পর শেয়ারের জন্যে  TP-LINK  এর একটি কানেক্টর সুইচ নিয়েছি।

অন্য পিসি তে ক্যাবল এ কানেক্ট করেছি।এখন এক পিসি কানেক্ট হলেও অন্যটা হচ্ছেনা।

উল্লেখ্য,আমার মেইন পিসি উইন্ডোজ সেভেন এবং অন্যটা উইন্ডোজ এক্সপি।

এখন আমি কিভাবে দুই পিসি তে কানেকশন পাবো?কেউ বিস্তারিত জানালে উপকৃত হবো খুব বেশি।

এক্সপার্টদের মূল্যবান সমাধানের অপেক্ষায় রইলাম।

ধন্যবাদ।

Level 0

আমি পঁচা ছেলে। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুইচ দিয়ে ইন্টারনেট সেয়ার করা সম্ভব নয়! তাই আপনাকে রাউটার কিনতে হবে।

রাউটার দিয়ে অতিরিক্ত কনফিগারেশন ছাড়ায় একের অধিক কম্পিউটারে ইন্টারনেট সেয়ার করা যায়। যদি মোডেম ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে এই টিউটোরিয়ালটি দেখতে পারেন।

আরোও বিস্তারিত জানতেঃ এই আর্টিকেলটি পড়তে পারেন।

ধন্যবাদ!

সুইচে আমি যতদূর জানি এই কাজটা এমনিতেই সম্ভব।আপনি বিটিসিএল কানেকশন্টি সুইচে দিয়ে সুইচটিকে প্রথমে রিবুট করুন।এজন্য প্লাগ থেকে খুলে ফেললেও সমস্যা নেই।এরপর সুইচ থেকে যে পিসিগুলোতে কানেকশন দিতে চান সেগুলো ল্যান ক্যাবল দিয়ে সংযুক্ত করে পিসিগুলো রিস্টার্ট দিন।আশা করি কাজ হবে না হলে আপনার সুইচের মডেল নাম্বারটা জানাবেন।

    @Ochena Balok: Model No. TL – SF1005D
    কিন্তু সুইচে এমনিতেই কাজ টা হচ্ছে না।দুইটি পিসি তেই ক্যাবল দিয়ে কানেক্ট করেছি ঐ সুইচে।একটি পিসি তে নেট কানেক্ট হলে অন্যটায় হচ্ছেনা।আবার অন্যটাতে হলে এটাতে হচ্ছেনা।সমাধান দিলে উপকৃত হবো।ধন্যবাদ