কিছু অনাকাঙ্খিত ফাইল ডিলেট করতে পারছি না

আশা করি সবাই ভাল আছেন। আমি নিয়মিত টেকটিউনস পড়ে থাকি। একটি সমস্যায় পড়েছি। কিছু অনাকাঙ্খিত ফাইল ডিলেট করতে পারছি না। $RECYCLE.BIN, System Volume Information নামে ফাইলগুলো দেখাচ্ছে। ডিলেট করলেও ফাইল গুলা অটো ফেরত চলে আসে। প্রতিটি ড্রাইভেই এই অবস্থা। ডিলিট করতে গেলে, windows explorer is not responding দেখায়। আমার মনে হয় পেন ড্রাইভ থেকে কপি করার ফলে এরকমটা হয়েছে। হেল্প। pls. হেল্প।

Level 0

আমি masudhasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা দিয়ে দেখেন কাজ হয় কি না http://www.filehippo.com/download_unlocker/

$RECYCLE.BIN ও System Volume Information এগুলো সিস্টেম ফোল্ডার তাই এগুলো মুছে ফেলা সম্ভব নয়। কারন এই দুইটি ফোল্ডার এর কাজ রয়েছে এবং সময় হলে স্বয়ংক্রিয় ভাবে চলে আসে 🙂

কন্ট্রল প্যানেল থেকে ”ফোল্ডার অপশন যান তারপর ভিউ ক্লি করুন, Dont show hidden files folders or drives রেডিও বাটনে ক্লিক করুন। তারপর Hide empty drives in the Computer folder এবং Hide extensions for known file types এই দুই রেডিও বাটনে টিক দিয়ে এপ্লাই করে ওকে করুন দেখুন ঠিক হয়ে যাবে।

Level 0

সবাইকে ধন্যবাদ।
@ নেট মাষ্টার, আপনার সাহায্য কাজে লেগেছে। আপানার কাছে বিশেষভাবে ঋণী।