আমার ল্যাপটপ এ সমস্যা দেখা দিয়েছিল। একটু পর পর হ্যাং হয়ে যাওয়া, স্লো কাজ করা, ভাইরাস সমস্যা ইত্যাদি সমস্যার কারনে ল্যাপটপ সেটাপ দেবার সিদ্ধান্ত নিলাম। অনেক জন্ত্রনা পার করে সেটআপ ও দিলাম। তবুও ঝামেলা জায় না। সবশেষে হার্ড ডিস্ক ফরম্যাট দিয়ে নতুন করে পার্টিশন করলাম। এখনও থিক মত কাজ করছে না। যে কোন ফোল্ডারে ক্লিক করলেই নিচের মেসেজ টি দিচ্ছে।
আর একটা সমস্যা হচ্ছে আমার মাউস এর কার্সর কাপাকাপি করে। copy, paste এ ক্লিক করলে থিক মত কাজ করে না। এ সমস্যা গুলো কেন হয় আর এর থেকে পরিত্রানের উপায় কি দয়া করে আমাকে কেউ জানাবেন কি। খুব সমস্যায় আছি। আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম।
আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...
আমার মনে হয় এটা আপনার ল্যাপটপ এর কিবোর্ড এর সমস্যা। আপনি ভালো কোন টেকনিশিয়ান দেখাতে পারেন।