আস্সালামু আলাইকুম,
আমি উইন্ডোজ ৭ আলটিমেট ৩২ বিট ব্যবহার করছি আসুস এ৪২এফ ডুয়াল কোর ২.২ গিগা. নোটবুকে। প্রায় ৮-৯ ব্যবহার করেছি স্বাভাবিক ভাবেই। কিন্তু গতকাল পূনরায় উইন্ডোজ ৭ আলটিমেট দিয়েছি। কিন্তু এখন আর ব্লুটুথ পাচ্ছি না। আমি যখন সুইচ করার জন্য fn+f2 (for asus notebook) key press করছি তখন শুধু WAN টা শো করছে এবং কাজ করছে। কিন্তু ব্লুটুথ পপআপ শো ও করছে না, কাজও করছে না। আলাদাভাবে ব্লুটুথ ড্রাইভার ইনস্টল করার চেষ্টা করেছি, কিন্তু কাজ হচ্ছে না। এখন কি করতে পারি, যে ভাই পারেন দয়াকরে একটু সাহায্য করুন।
আমি রিজভী আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 169 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
নেট মাস্টার ভাইয়ের এই টিউন দেখুন https://www.techtunes.io/hardware/tune-id/122733