উইন্ডোজ ৮ রিমুভ করার পর ল্যাপটপ অন হয় নাঃ একটি সাহায্যমুলক পোস্ট

আমি ল্যাপটপে উইন্ডোজ ৭ ব্যবহার করি, আজ দুপুরে কি জানি মনে করে উইন্ডোজ ৮ দিয়েছিলাম, অবশ্য উইন্ডোজ ৭এর ইমেজ ব্যাকআপ রাখছিলাম যেন দরকার হলে restore করতে পারি। উইন্ডোজ ৮ ভাল লাগল না বিধায় ইমেজ দিয়ে আবার উইন্ডোজ ৭ restore  করি। তারপর উইন্ডোজ ৭ নরমাল ভাবে অন হয় আমি কিছু ফাইলও কপি পেস্ট করি উইন্ডোজ ৭ অন হবার পর, তারপর উইন্ডোজ সাট-ডাউন করে দেই, কিন্তু এখন অন করতে যেয়ে দেখি যে ল্যাপটপ অন হচ্ছে না। পাওয়ার বাটনিপ্রেস করলে ২/৩ সেকেন্ড অন হয়েই অফ হয়ে যাচ্ছে। আমি ব্যাটারি খুলেও ডাইরেক্ট কারেন্ট দিয়েও অন করার চেস্টা করছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। আমার মত এমন সমস্যা একবার এক ব্লগারের হয়ছিল এমন পরছিলাম সামুতে, তাই আমি আপনাদের কাছে সাহায্য চেয়ে এই পোস্টটা করলাম। কেউ কি সাহায্য করবেন প্লিজ?? :(

Level 0

আমি ইমরান খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 154 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

উইন্ডোজ ৮ বা ৭ নতুন করে ইন্সটল করলে নতুন একটি সিস্টেম (রিকোভারি) ড্রাইভ তৈরি হয়ে যায়। ইমেজ রিস্টোর করার জন্য আপনাকে প্রথমে সেই ড্রাইভ টি একবার ফরম্যাট করে দেখতে হবে।

উলেক্ষ্যঃ সেই ড্রাইভ টি প্রথমে (c: এর আগেই) থাকে এবং সাইজ ১০০ থেকে ২০০ মেগাবাইট হয়।