আমি আমার কম্পিউটার থেকে ফেসবুক ইউস করতে পারছি না। ফেসবুকে লগইন করার পর সেটা নিচের ছবির মত আসে।
মাঝে মাঝে নিচের ম্যাসেজটি দেয়।
কিছু নির্দিষ্ট ফেসবুক account এর ক্ষেত্রে এমনটা হয়। আবার কিছু কিছু account খুব ভাল মত চলে। যে account আমার কম্পিউটারে উপরের ছবির মত show করে সেটি আবার অন্য কম্পিউটারে থিক মতই চলে। এটা কেন হয় কেউ কি সমাধান দিতে পারেন? আমি বিভিন্ন ব্রাউজার ব্যাবহার করে দেখেছি। কিন্তু সব ব্রাউজারে একি সমস্যা করে। আপনাদের উত্তরের অপেক্ষায় থাকলাম।
আমি জাহিদ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 71 টি টিউন ও 515 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।
আমি জাহিদ হাসান। জন্ম ১৯৯১ সালের ১ এপ্রিল। যেদিন থেকে প্রযুক্তির সংজ্ঞা শিখেছি সেদিন থেকেই প্রযুক্তির সাথে আছি। প্রযুক্তিকে সবথেকে বেশি ভালোবাসি। ভালোবাসি নতুন শিক্ষামূলক সব বিষয়ের সাথে থাকতে। ভালোবাসি প্রযুক্তির সাথে থাকতে। নতুনের পেছনে ছুটতে খুব ভালো লাগে আমার। হাসি-খুশি থাকতে ভালোবাসি। সবাইকে নিয়ে আনন্দে থাকতে ভালো লাগে। সবার...
i want to learn matlab.so i need sotware n necessary tutorial for matlab.plz help me to give me link. plz.