নেটওয়ার্ক রাউটার কিংবা নেটওয়ার্ক হাব কিংবা নেটওয়ার্ক সুইচ করা নিয়ে আমি মহা সমস্যায় পরেছি । আমি আসলে "বাংলালায়ন" এর একজন গ্রাহক । কিন্তু আমার এখানে ঘরের ভিতর বাংলালায়ন" এর নেটওয়ার্ক খুব খারাপ । কিন্তু ৩ তলায় আবার নেট ভালো । আমি থাকি ২ তলায় । এখন কিভাবে আমি নেটওয়ার্ক পেতে পারি ?
আমি একজন ছাত্র । বাংলালায়ন" এর একটা wifi রাউটার দেকলাম, দাম ৯,৫৯৯ টাকা , তাও আবার ১ টি ফ্লোর/ ১তলা কাভার করতে পারবে । এত দাম দেয়া আমার পক্ষে সম্ভব নয় কোনোমতেই । এখন আমি কি করবো ?
আমার ২ জন বন্ধু আছে, যারা আমার সাথেই থাকে, আমি কি ওদের সাথে আমার নেটওয়ার্ক শেয়ার করতে পারব ? মানে, ১ টা মডেম এ আনলিমিতেদ ইন্টারনেট নিয়ে একসাথে ৩ জন চালাতে পারা যাবে ?? তাতে স্পীড কে কেমন পাবে ??
আমি খুব কম দামে এই সব করতে চাই । ২০০০ টাকার ভিতর হলে খুব ভালো হয় । আছে কি এমন কিছু যা দিয়ে আমরা ১ মডেম এ ৩ বা অধিক জন ব্যবহার করতে পারব ইন্টারনেট ? এবং আমাদের পসন্দ মত স্থানে মডেম রেখে ( যেখানে নেট পায় ) , বাসার ভিতর নেট ব্যবহার করতে পারা যাবে ? "কেবল/cable" ব্যবহার করে হলেও কি করা সম্ভব ?
নেটওয়ার্ক রাউটার কিংবা হাব কিভাবে কাজ করে ? এগুলো দিয়ে কি আমার কোন কাজ হবে ? বাংলালায়ন" এর মডেম কি এগুলতে কাজ করবে ?
আমরা সবাই ল্যাপটপ ব্যবহার করি । যে কোন সাহায্য আমি অশেষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদের সাথে গ্রহণ করবো । আপনাদের মূল্যবান সাহায্যের অপেক্ষায় থাকবো ।
প্লিজ প্লিজ প্লিজ প্লিজ আমাকে সাহায্যও করুন ।
ধন্যবাদ এই আবেদন টি পড়ার জন্য
আমি রাহুল এ্যাশ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 93 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
apni apnar banglalion modem 3 talay rekhe laptop er shahajje connectify soft diye 2 talay boshe banglalion er net wifi diye use korte paren.tobe ejonno laptop e wifi thaka lagbe.ar desktop hole 1200-1400 diye ekta wifi device kine nen.tarpor connectify diye wimax use koren.jodi tao na hoy tahole 2 tala theke usb extension cable diye 3 talay modem rekhe apnar laptop ba pc te connectify diye 1-10 jon aramey banglalion use korte parben.