আসসালাম আলাইকুম
আমি প্রায় ১৩ দিন কাজ করে একটা ওয়েব সাইট বানাই এ সাইটের ৯৯,৯৯% পোস্ট ইউনিক আমি প্রায় ১৩০ টার মত পোস্ট করি এর পর সাইট টী গুগলে সাবমিট করি এর পর আমি গুগল এডসেন্স এর জন্য আবেদন করি প্রথম বার গুগল বলে
We did not approve your application for the reasons listed below.
Issues:
- Contact address incorrect, incomplete or not provided
এর পর আমি আবার আপ্পলাই করতে জাই তখন গুগল দেখার আপনার application disapproved করা হয়েছে পরে অই মেইল দেয়ে আমি আর apply করতে পারি নাই এই ভাবে গুগল এ আমি প্রায় ৩ টা ইমেইল খুলে এডসেন্স এর জন্য আবেদন করি কিন্তু প্রতিবার একই কথা বলে এখন আমি কি করতে পারি
আমি জানি এই ব্লগ এ অনেক এক্সপারট ব্যাক্তি আছে তাদের কাছে আমার অনুরোধ আমাকে একটা টিপস দিন জাতে আমি এডসেন্স একাউন্ট খুলতে পারি
পিল্গ ভাইএরা এক্টু সাহজ্য চাই আর আমার ওয়েভ এর ঠিকানা http://www.mobilebazer.com
আমি kaif hasan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 81 টি টিউন ও 265 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আপনি অ্যাকাউন্ট খুলার আগে কি অ্যাডসেন্স এর নিয়ম কানুন গুলো ঠিক করে পরেছেন? অইখানে আপনার সঠিক নাম ঠিকানা দিতে হবে। আপনাকে কমপক্ষে ১৮ বছরের হতে হবে। কোন অশ্লীল কিছু আপনার ওয়েবসাইট এ দিতে পারবেন না । এই নিয়ম গুলা মানলেই চলবে