সবাই টেকটিউনসে আসে কিছু জানার জন্য এবং কিছু শেখার জন্য। আমিও এর ব্যতিক্রম নই। আমার কম্পিউটারে একটা ফোল্ডারে ওপেন করলে নিচের ছবির মত ম্যাসেজ আসে। এটা ক্লোজ করলে স্কিন একেবারে নীল হয়ে যায়। ৫ সেকেন্ড পরে আবার সাধারণ ডেস্কটপ চলে আসে আমি এখন কি করব ? যারা অভিজ্ঞ তারা অবশ্যই সমাধান দিবেন। আপনারা সমাধান না দিলে নতুনরা কিভাবে জানবে।
আরেকটি সমস্যা কোন ড্রাইভ ওপেন করতে গেলে সরাসরি ওপেন হয়না । ওপেন উইথ আসে। পরে এটাকে ইন্টারনেট এক্সপোলার দিয়ে ওপেন হয়। এটাই বা কিভাবে সমাধান করব?
অভিজ্ঞরা দয়াকরে অবশ্যই সমাধান দিবেন আশাকরি।
আমি শফিকুল ইসলাম খোকন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 170 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Not Allow
pen drive ar solve:
ইন্টারনেটে কাজ করতে গিয়ে আমরা বিভিন্ন ভাইরাসে আক্রান্ত হই। এমনিভাবে অনেককেই ডিক্স নাইট নিয়ে ঝামেলা পেহাতে হয়। ইন্টারনেট থেকে সয়ংক্রিয়ভাবে ফ্লাশ ডিক্সে এটি প্রতিস্থাপন হয় এবং পরে কম্পিউটারে চলে আসে, যা সরাসরি মুছে ফেলা যায় না। কিছু কিছু এন্টিভাইরাস ডিক্স নাইটকে ভাইরাস হিসাবে ধরে থাকে। যদিও ডিক্স নাইটের প্রোগ্রামারের মতে এটি আপনার কম্পিউটারকে ভাইরাসের হাত থেকে রক্ষা করবে। ডিক্স নাইট যুক্ত ফ্লাশ ডিক্স লাগালে ডিক্স নাইট সয়ংক্রিয়ভাবে চালু হয় এবং কোন প্রোগ্রাম চালু খুলতে গেলে অনুমতি চাই, অনুমতি না পেলে উক্ত প্রোগ্রাম বন্ধ করে দেয়। এভাবে প্রোগ্রাম বন্ধ হওয়া বেশ বিরক্তিকর। আপনি চাইলে ডিক্স নাইট স্থায়ীভাবে বন্ধ করতে পারেন। এজন্য নোটপ্যাডে নিচের কোড লিখে Delete.bat নামে সেভ করুন (আপনার ফ্লাশ ডিক্সটি যে ড্রাইভ হবে F: এর পরিবর্তে উক্ত ড্রাইভ লিখুন)।
echo off
del “F:\Knight.exe” /F /Q
del “F:\autorun.inf” /F /Q
pause
এবার Delete.bat ফাইলটি চালু করে যেকোন কী চাপলে বন্ধ হবে। এখন রানে গিয়ে msconfig লিখে ওকে করুন। এখানে স্টার্টআপ ট্যাব থেকে নাইট আনচেক করে ওকে করুন। এরপর থেকে ডিক্স নাইট আর আপনাকে বিরক্ত করবে না।