বহু শখ করে গান শুনার জন্য কিনলাম Microlab FC 861 5.1 Surround Subwoofer . 5.1 Surround এ গান শুনার জন্য লাগালাম Creative Blaster 5.1VX Sound Card.
কিন্তু সমস্যা হল 5.1 এ যখন গান শুনতে যাই একটা Sattelite Speaker এ কোন আওয়াজ পাইনা। কিন্তু 2.1 এ ঐটাতে Sound পাওয়া যায়। অর্থাৎ 2.1 এ সবগুলা speaker এ সাউন্ড আসে আর 5.1 এ একটা বাদে বাকি গুলাতে sound আসে। আমি ঠিক বুঝে উঠতে পারছিনা যে সমস্যা টা কোথায়। যদি Sound card এ কোনও সমস্যা থাকে তবে Microlab FC861 5.1 Subwoofer এর উপযুক্ত Sound card কোনটা হবে। টেক গুরুরা দয়া করে সাহায্য করুন।
আমি Desert Eagle। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 146 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।