আমার পিসিতে গত কয়েক মাস ধরে সমস্যা হচ্ছে। বুঝতে পারছিনা কি সমস্যা। আমার পিসির প্রসেসর Pentium Dual core E5400 @2.7 GHz, Ram 1 Gb, Motherboard: Foxconn.
আগে আমার পিসিতে windows 7 ultimate use করতাম। এর পর professional use করি । ১ মাস আগে window 7 ultimate সেট আপ দিতে গিয়ে দেখি সেটআপ অর্ধেক complete হওয়ার পর “Hardware configuration is not compaitable” ম্যাসেজ দিয়ে সেটআপ শেষ হয়। এর Xp সেটাপ দিতে গিয়ে দেখি সেটা ও error দেখায়। এর পরে windows professional সেটআপ দেই। কিন্তু সেটআপ complete হওয়ার পর যখন restart দেই তখন “bootmgr file missing “ লেখা এসে পিসি অফ হয়ে যায়। এরপর আবার সেটাপ দিলে ঠিক হয়ে যায়। ও আর একটা ব্যাপার, আগে সেটাপ দিতে ১৫-২০ মিনিট সময় লাগত, কিন্তু এখন ৩০-৪০ মিনিট সময় লাগে। প্রায় ১ মাস চলার পর কালকে পিসি অন করার পর দেখি আমার কিবোর্ডের বাটন কাজ করে না । mouse দিয়ে computer এ ডাবল ক্লিক করলে ওপেন না হয়ে computer properties দেখায়। মাউস কিবোর্ড চেঞ্জ করেও দেখছি , লাভ হয় নাই। আবার windows 7 professional সেটাপ দিলাম, ভাবলাম ভাইরাসের কারনেও হতে পারে, তাই harddisk ফরম্যাট ও করলাম, কোনো লাভ হলো না। সমস্যা কি কারনে হচ্ছে , বুঝতে পারছি না। কেউ সাহায্য করেন প্লিজ।
আমি Shiblishadik। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সম্ভবত হার্ড ডিস্ক তে সমস্যা অনেক সময় ব্যড স্যক্টর এর কারনে এই সমস্যা হয়ে থাকে সে ক্ষেত্রে লো লেভেল ফরমেট করে দেখতে পারেন। সেটআপের সময় খেয়াল করে দেখুন কোন ফাইল মিসিং হয় কি না। আর বায়স ডিফল্ট করে দেখতে পারেন (যদি না করে থাকেন)।