টেকি ভাইরা হেল্প করেন …..আমার ভাল কম্পুটারে শুধু শুধু নষ্ট করেছি ….

ভাই ১মেই বলে নেই আমার কম্পুর হার্ডওয়্যার সম্পর্কে তেমন কোন ধারণাই নেই :( .... আমার পাওয়ার সুইচটা কাজ করছিল না তাই কালকে কিনে এনে নিজেই লাগাবো বলে ঠিক করলাম যেভাবা সেই কাজ......কেসিং খোলার পরে মনে হল একটু পরিষ্কার করা দরকার! তাই মাদারবোর্ড খুললাম পাওয়ার সাপ্লাই খুলি নাই খুলতে চেয়েছিলাম কিন্তু একটা স্কুর গাট নষ্ট তাই কেসিং থেকেই আলাদা করতে পারি নাই...আর হার্ডডিস্ক আর সিডি রাইটার এ তেমন কোন হাতই দেই নাই....আমার আগের মাদারবোর্ড আমি অনকবারই খুলেছি কিন্তু নতুনটা এবারই প্রথম (গিগাবাইট জি৪১ এম কমবো) তো ১মে প্রসেসর ফ্যানটা খুলতে অনেক ঝামেলা হল পরে র‌্যাম প্রসেসর খুলে পরিষ্কার করলাম.....এর পর মাদারবোর্ডের নিচে দেখি ফোমদেয়া নতুন মাদারবোর্ড লাগানোর সময় দিয়েছিল নিচে। তো সব পরিষ্কার করার পরে প্রসেসর এর ফ্যানতো আর লাগাতে পারি না!! অনেক কষ্ট করে নরবর করে লাগানোর পরে সব কিছু লাগিয়ে স্টার্ট দেয়ার পরে চলল কিন্তু স্টার্ট হওয়ার পরে ওয়েলকাম লেখার একটু পরেই পিসি অফ হল এর পরে পাখা ঠিকমত লাগালাম কিন্তু তার পরেও এই সমস্যা !! দেখি পিছনের পাখা(এখন প্রসেসর এরটা ঠিক মত কাজ করছে ) ঠিকমত ঘুরছেনা(যদিও আমি পেছনের পাখার পাওয়ার সাপ্লাই খুলিনাই/কিছুই করি নাই)....পরে পাওয়ার প্লাগ উল্টা পাল্টা করেও এ সমস্যার সমাধান করতে পারলাম না :( ,এর পরে রাতে এক বড় ভাই এসে পাওয়ার ৩ আর পাওয়ারা ৫ প্লাগ অনেকবার সাফেল করে এখন পিসি চলছে :) ..কিন্তু পিছনেরর পাখার অবস্থা ভাল না!! অনেক আস্তে চলে কিছুক্ষনের জন্য প্রায় ঠিক মতই ঘোরে (কিন্তু আগের মত কোনভাবেই না)!! আর কালকে থেকে পিসি চললেও খুবই স্লো হয়ে গিয়েছে :( বলতে পারেন পারফরমেন্স ৪০% কমে গিয়েছে ....আমার পিসি মাদারবোর্ড নতুন কেনার পর একবারও অটো রি-স্টার্ট করেনাই কিন্তু কাল রাত থেকে মনে হয় ২বার করেছে (একবার মনে হয় ইউপিএস এর জন্য)......আমার ভাই বলল যে সম্ভবত পাওয়ার সাপ্লাই এ সমস্যা কিন্তু আমি মাদারাবোর্ড আর প্রসেসর খোলার আগ পযন্ত সব ভাল ছিল :( ....দয়া করে ভাল কোন সাজেশন দেন ....আমি কি পিছনের কুলিং ফ্যানটা নতুন লাগিয়ে দেখব?নাকি এটার পাওয়ার সাপ্লাই এ সমস্যা :( ? নাকি ডাক্তার দেখানো ছাড়া উপায় নাই (প্লিস এটার উপদেশ না দেয়ার চেষ্টা করবেন :) ):( .....আমার প্রসেসর পেন্টিয়াম ডি আর র‌্যাম ২জিবি ডিডিআর৩, হার্ডডিস্ক ৮০ জিবি....আমাকে হেল্প করুন.........(samu te kalk eta diyechilam bt temon help pai nai)

Level 0

আমি ian। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

amar ami nai re....


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস