আমার ডেস্কটপ কম্প্যুটারে নতুন এক জ্বালাতন দেখা দিয়েছে। কয়েক মাস ধরেই এই সমস্যা হচ্ছে, কিসের থেকে এই সমস্যা দাঁড়ালো তা সঠিক বুঝতেই পারিনি এখন পর্যন্ত। চলতি বছরে বর্ষাকালে বাজ পড়ে আমার smps খারাপ হয়েছিলো সেটা বদলেছি। আমি PCI slot'এ LAN Card ব্যাবহার করছি। এই LAN Card'এর বয়স চার বছর, ঠিকঠাক চলছিলো, সমস্যা দাঁড়ালো দুই/তিন মাস আগে।
কম্প্যুটার চালালে LAN Card চলেনা। একবার restart দিলে তবে LAN Card চলে। শাটডাউন করে তারপর প্লাগ থেকে মেইন পাওয়ার স্যুইচ অফ করলে এই সমস্যা হচ্ছে। কিন্তু যদি শাটডাউন করে আমি প্লাগ থেকে মেইন পাওয়ার স্যুইচ অফ না করি তাহলে এই সমস্যা হচ্ছেনা। আমি অন্য smps লাগিয়ে দেখেছি, সমস্যা তবুও একই আছে। আমি পরিচিত এক ব্যাক্তির কাছ থেকে অন্য একটি LAN Card এনে পরীক্ষা করে দেখেছি তাতে এই সমস্যা হচ্ছেনা।
তাহলে আমার LAN Card'এর কি এমন জটিল অসুখ করলো কেউ বলতে পারবেন? এই জ্বালাতনের কারনে আমি দুইতিনদিন পরে পরে মেইন পাওয়ার স্যুইচ বন্ধ করছি, বার বার রিস্টার্ট দিতে বিরক্ত লাগে, বিশেষ করে সকালে কম্প্যুটার চালিয়েই যদি কিছু না করেই রিস্টার্ট দিতে হয়!
আমি যদি মেশিন শাটডাউন করে রেখে দিই, যদি মেইন পাওয়ার প্লাগ থেকে স্যুইচ অফ না করি তাহলে কি কোনো অসুবিধা হতে পারে? আমার LAN Card এমনিতে ঠিক আছে, শুধু এই অসুবিধার কারনে কি চার বছর ধরে চলা জিনিস বদলে ফেলবো? আমি কিন্তু দামের কারনে একেবারেই এই টিউন করছিনা, D-Link এখানে দাম মাত্র ২৪৫ টাকা। এই ব্যাপারে কি কিছু করার উপায় জানা আছে কারো? কেউ কি এই ধরনের সমস্যা আগে শুনেছেন কিম্বা দেখেছেন?
আমাকে জানান যে যতোটুকু জানেন।
আমি রিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 96 টি টিউন ও 362 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
জীবনের সব ভুল, যদি ফুল হয়ে যায়... জীবনের সব কালো, যদি আলো হয়ে যায়...
শ্রদ্বেয় রিয়া আপু,
আপনাকে সালাম জানাই। আপনি ডিভাইস ম্যানেজার থেকে নেটওয়ারক এডাপ্টার এ নেটওয়ারক কাড দেখাচ্ছে কিনা তা জানান নি। সম্ভাব্য সমাধান গুলো হলো:
হারডওয়্যার জানিত সমস্যার সমাধান:
১. ল্যান কাডের ভিতরের সোনালী নচ এর ভিতরে ইনসুলেশন থাকতে পারে। চিকন স্ক্র-ড্রাইভার দিয়ে সুক্ষভাবে নচ গুলো পরিষ্কার করুন।
২. ল্যান কাডটি অন্য একটি ভালো পিসিতে লাগিয়ে সিউর হয়ে নিন ল্যান কাড ঠিক আছে কিনা।
৩. যদি ঠিক থাকে, তবে অন্য একটি পিসিআই স্লটে বসিয়ে দেখতে পারেন।
৪. বায়োসের ব্যাটারী চেঞ্জ করুন এবং বায়োসকে ডিফোল্ট সেটআপ করুন।
সফটওয়্যার জানিত সমস্যার সমাধান:
১. মাই নেটওয়ারক প্লেস এর উপর রাইট বাটন ক্লিক করে প্রোপারটিস এ ক্লিক করুন। যদি ল্যান কারড সো না করে তবে ডিভাইজ ম্যানেজার থেকে নেটওয়ারক এডাপ্টার এ নেটওয়ারক কাড এ যদি ল্যান কারড এর কোনো সিম্বল শো করে কিনা দেখুন। নেটওয়ারক এডাপ্টার এ রাইট বাটন ক্লিক করে প্রোপারটিজ এ ক্লিক করুন। ড্রাইভার ট্যাবে ক্লিক করে আপগেড ড্রাইভার এ ক্লিক করে ড্রাইভার আপগ্রেড করে নিন।
আশা করি আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। আমার মোবাইলে রিবন এর সমস্যা ছিল। ৪০০ টাকা লেগেছে।
কোন সমস্যা হলে জানাবেন, আন্তরিক ভাবে আপনার সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করব।
ধন্যবাদ