হেল্পান ভাই আমার প্রিন্টার canon ip 3600 কালি রিফিল করা সব কিছুই ঠিক আছে আবার কোন কিছুই ঠিক নাই কালার প্রিন্ট দিলে কাল এর জাযগায় লাল আসে লাল এর জায়গায় নীল আসে মানে আমি সঠিক কালারটা পাচ্ছিনা। সমাধান দিন সার্ভিস সেন্টারে নিয়ে গেলে ওরা প্রিন্ট দিচ্ছে সবই ঠিক আছে। .....একবার একভাই কিভাবে যেন ঠিক করেছিল ভুলে গেছি
আমি অচেনা অতিথি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 8 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।