আমি এখন অ্যাভাস্ট এন্টি ভাইরাস ব্যবহার করি । এটি প্রায় দুই মাস ধরে ব্যবহার করছি । এর আগে নরটন ব্যবহার করতাম (এবং তখন কোন সমস্যা দেখিনি )। কিন্তু বর্তমানে আমি এই অ্যাভাস্ট (free trial verson) ব্যবহার করার পর দেখি ল্যাপটপ মাঝে মাঝে অস্বাভাবিক অবস্তা (যেমন , অডিও-ভিডিও প্লেয়ার-এ শব্দ ঠিকমত না আসা , কিছু সফটওয়্যার ইন্সটল না হওয়া /ইন্সটল হলেও কাজ না করা ...... ) প্রদর্শন করে । আমি বুঝতে পারছি না আসলে অ্যাভাস্ট অ্যান্টি-ভাইরাসের কারনে নাকি অন্য কোন কারনে ল্যাপটপ মাঝে মাঝে এই অবস্তা করে । টেক টিউন ভাইদের কাছে আমার জিজ্ঞাসা,
১।আমি এখন অ্যাভাস্ট ব্যবহার করব নাকি নতুন কোন এন্টি ভাইরাস ব্যবহার করব?
২। আসলে অ্যাভাস্ট এর ফ্রী ট্রায়াল ভার্সন কি কম্পিউটারের সব সিকিউরিটি দিতে পারে?
৩। বর্তমানে কোন এন্টি ভাইরাস সব থেকে ভাল এবং কোনটার দাম কত ?
আমি saidul-islam-tt। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
১. আমার মনে হয় অ্যাভাস্ট এখনকার সময়ের সবচেয়ে ভালো অ্যান্টিভাইরাস আমি নিজে ব্যবহার করি ।
২. যাভাস্ট এর ফ্রী ট্রায়াল ভার্সন আপনার কম্পিউটারের প্রায় সব সিকিউরিটই দিতে পারবে। আপনার ব্রাউজার এ অ্যাভাস্ট এর প্লুগিন দিন তাহলে তা প্রতি টা লিঙ্ক স্ক্যান করবে তা ছাড়া আপনার মেইল বা অন্যান্য জিনিস গুলো ত থাকছেই ।
৩. আপনি BCS computer city বা maltiplan centar থেকে দাম জেনে নিবেন।
ধন্যবাদ।