এন্টি ভাইরাস সম্পর্কে জানতে চাই

আমি এখন অ্যাভাস্ট  এন্টি ভাইরাস ব্যবহার করি । এটি প্রায় দুই মাস ধরে ব্যবহার করছি । এর আগে নরটন ব্যবহার করতাম (এবং তখন কোন সমস্যা দেখিনি )। কিন্তু  বর্তমানে আমি এই অ্যাভাস্ট (free trial verson) ব্যবহার করার পর দেখি  ল্যাপটপ মাঝে মাঝে অস্বাভাবিক অবস্তা (যেমন , অডিও-ভিডিও প্লেয়ার-এ শব্দ ঠিকমত না আসা , কিছু সফটওয়্যার ইন্সটল না হওয়া /ইন্সটল হলেও কাজ না করা ...... ) প্রদর্শন করে । আমি বুঝতে পারছি না আসলে অ্যাভাস্ট অ্যান্টি-ভাইরাসের কারনে নাকি অন্য কোন কারনে ল্যাপটপ মাঝে মাঝে এই অবস্তা করে । টেক টিউন ভাইদের কাছে আমার জিজ্ঞাসা,

১।আমি এখন অ্যাভাস্ট  ব্যবহার করব নাকি নতুন কোন এন্টি ভাইরাস ব্যবহার করব?

২। আসলে অ্যাভাস্ট এর ফ্রী ট্রায়াল ভার্সন কি কম্পিউটারের সব সিকিউরিটি দিতে পারে?

৩। বর্তমানে কোন  এন্টি ভাইরাস সব থেকে ভাল  এবং কোনটার দাম কত ?

Level 0

আমি saidul-islam-tt। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

১. আমার মনে হয় অ্যাভাস্ট এখনকার সময়ের সবচেয়ে ভালো অ্যান্টিভাইরাস আমি নিজে ব্যবহার করি ।
২. যাভাস্ট এর ফ্রী ট্রায়াল ভার্সন আপনার কম্পিউটারের প্রায় সব সিকিউরিটই দিতে পারবে। আপনার ব্রাউজার এ অ্যাভাস্ট এর প্লুগিন দিন তাহলে তা প্রতি টা লিঙ্ক স্ক্যান করবে তা ছাড়া আপনার মেইল বা অন্যান্য জিনিস গুলো ত থাকছেই ।
৩. আপনি BCS computer city বা maltiplan centar থেকে দাম জেনে নিবেন।
ধন্যবাদ।

Avast সবসময় ভাল সার্ভিস দেয় না। আপনি অ্যান্টিভাইরাস চেঞ্জ করুন। MSE ব্যবহার করে দেখতে পারেন একদম ফ্রী, (https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/102914) আর পেইড অ্যান্টিভাইরাস এর মধ্যে ক্যাস্পারস্কী ভাল কিন্তু পিসি স্লো হবে। ইন্টারনেট সিকিউরিটি কিনতে আপনাকে ১০০০ টাকা খরচ করতে হবে।

আমি CMODO Free Firewal + MSE ব্যবহার করছি প্রায় ২ বছর ধরে। অনেক ভাল কাজ করছে।

Avast চেঞ্জ করুন। Norton 360 বা Kaspersky ব্যবহার করুন। তবে Kaspersky ব্যবহার করলে অবশ্যই Kaspersky Internet Secuirty 2012 বা Pure . Kaspersky Internet Secuirty 2013 PC অতিরিক্ত Slow করে।
আমি KIS 2012 ব্যবহার করি। পিসি সামান্য স্লো হলেও ভাইরাস মুক্ত।
দামে ঠেকে গেলে একটা সাজেশন দেই, আনেক সময় বিভিন্ন সাইটে অনেক kis key পাওয়া যায় । যা Offline- এ একটিভেট করতে হয়, সেগুলো try করে দেখতে পারেন। কাজে লাগতেও পারে । ধন্যবাদ।

Level 0

AVG internet security ২০১২ ব্যবহার করুন , ইহা একসাথে PC স্পীড বাড়ায় + virus মুক্ত I ইহা একটি পুরস্কারপ্রাপ্ত anti virus I একটু কষ্ট করে Google এ serach দিয়ে AVG Internet Security 2012 download করুন I
আর ২০১৮ সাল পর্যন্ত সিরিয়াল বোহার করুন , সিরিয়াল গুলো নিচে দিলাম ইনস্টল করার সুময় যেকোনো একটা সিরিয়াল ব্যবহার করবেন
8MEH-R2CML-SS7FW-MOXFR-TRU8V-3EMBR-ACED
8MEH-R336M-QDYTV-ECNOR-6VWKU-CEMBR-ACED
8MEH-R3VBQ-DC433-3FPOA-YADFU-NEMBR-ACED
8MEH-R3VBQ-DC433-3FPOA-YFE9U-NEMBR-ACED
8MEH-R6633-YP39H-YCNSR-H7BQT-EEMBR-ACED
8MEH-R6633-YP39H-YCNSR-HHW2U-EEMBR-ACED