বহুদিন থেকেই এন্ড্রয়েড সেট ব্যবহার করছি। গ্রামীণফোন ক্রিষ্টাল দিয়েই শুরু। এর পর সনির experia x10i ব্যবহার করেছি অনেকদিন। কয়েকদিন ধরে এক বন্ধু সেটটা নেয়ার জন্য পীড়াপিড়ি করায় তাকে দিয়ে দিতে হলে। আমার পরিচিত একজন কোরিয়া থেকে দামী সেট এনে বড় বড় দোকানে সাপ্লাই করে। তার কাছে গিয়েছিলাম Samsung S3 নেয়ার জন্য কিন্তু সেখানে LG এর একটা সেট দেখে খুবই পছন্দ হয়ে যায়। মডেলটি হচ্ছে LG-su760 চশমা ছাড়াই থ্রিডি দেখা যায়। ভালই লাগল স্পীড দেখে সত্যি বলতে কি আমি Samsung S3 এর চেয়েও আমার ভাল লেগে গেল (অবশ্য দামের বিশাল তফাতটাও ভাল লাগার একটা কারণ)। আজ সেটটি ব্যবহার করছি দেখার জন্য সুবিধা অসুবিধা গুলা কি কি?
তবে একটা ধাক্কা খেলাম যে সেটটি gsmarena তে লিষ্টেড নেই, এলজি এর ওয়েবসাইটেও পেলামনা বিবরণ।
এটার কারণ কি? বলতে পারবেন কেউ? নেট ঘেটে অবশ্য অন্য জায়গায় অনেক রিভিউ পেয়েছি।
http://www.gsmchoice.com/en/catalogue/lg/su760/
http://lahore.olx.com.pk/lg-su760-3d-dual-camera-front-camera-ginger-bread-iid-408093320
http://www.lgmobile.co.kr/mobile-phone/U760/LG-SU760/
এক্সপার্টদের কাছে সেটটির রিভিউ জানতে চাচ্ছি। কারণ আমাকে ১ দিন সময় দিয়েছে যদি ভাল না লাগে তাহলে ফেরত দেবার।
আমাকে দয়া করে এক্সপাটরা জানান।
সেটটি একেবারেই লেটেষ্ট।
আমি sadidigital। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
vai set ta kinsen?kmn hoise?ami o kinte chassi… apner email ta den.
https://www.facebook.com/alienmirza