ভাই কেউ কি আছেন হেল্প করার মত অনেক প্রোবলেম এ আছি। আমার অফিসে ক্যাস্পারস্কি ইন্টারনেট সিকিউরিটি ২০১৩ ব্যবহার করচ্ছে। এর ফলে মেইল ছাড়া আর কোন সাইডে ঢুকতে পারিনা। সব কিছু ব্লক করা। সারা দিন অফিস করে যদি একটু নেট ব্যবহার করতে না পারি তা হলে কম্পিউটার থেকে কি লাভ। বিশেষ করে টেকটিউন, সামওয়েরাইনব্লগ, ই-প্রথমআলো নিয়মিত আর পড়তে পারবোনা। কোন সমাধান থাকলে প্লিজ শেয়ার করুন।
আমি সামিউল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 63 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই এটা অ্যান্টিভাইরাস এর জন্য নাও হতে পারে। আপনি যখন অন্য কন সাইডে ডুক্তে চান তখন কি massage আসে সেটার একটা স্ক্রীন শট দিলে ভাল হত।