Hard Disk-এর Partition ভাঙব কীভাবে?

আমার Desktop PC টা কেনা হয়েছে প্রায় ছ'মাস আগে। PC টা কেনার আগ পর্যন্ত কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে আমার কোনো পূর্ব অভিজ্ঞতা ছিল না, তবে কম্পিউটার সম্পর্কে মোটামুটি ধারণা ছিল। Net Browsing-এর উদ্দেশ্যেই মূলত PC টা কেনা। কেনার সময় আমার Hard Disk-এর Partition করে দিয়েছিল এভাবে:

System (C):~~Capacity 14.6 GB~~এখন Free Space 4.1 GB (Percentage 28%)
Software (D):~~Capacity 70.7 GB~~এখন Free Space 68.2 GB (Percentage 96%)
Audio (E):~~Capacity 70.7 GB~~এখন Free Space 68.9 GB (Percentage 97%)
Video (F):~~Capacity 70.7 GB~~এখন Free Space 63.6 GB (Percentage 89%)
Collection (G):~~Capacity 71.0 GB~~এখন Free Space 67.9 GB (Percentage 95%)

এখানে উল্লেখ্য, আমি আমার প্রয়োজনীয় অধিকাংশ Software System (C) Drive-এ জায়গা না থাকায় Collection (G) Drive-এ Install করে রেখেছি।
টেকি ব্লগাররা বলে থাকেন যে, System (C) Drive-এর কমপক্ষে ৩৩% জায়গা খালি রাখতে/থাকতে হবে। না হলে Net Browsing-এর গতি কমে যাবে। এখানে আরও উল্লেখ্য, আমার RAM 2 GB (1 GB+1 GB করে দু'টি প্যারালাল)। এ ব্যাপারে বিক্রেতাদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা বলেন, আমার প্রয়োজনীয় File/Software গুলো অন্য একটা Portable Hard Disk-এ কপি করে তার পর PC-এর Hard Disk-এর Partition ভাঙতে হবে।
আমি চাই, Partition ভাঙার পর আমার প্রয়োজনীয় কোনো File/Software যেন হারিয়ে না যায়। এ ব্যাপারে আমি টেকি ব্লগারদের পরামর্শ/সহযোগিতা কামনা করছি।

Level 0

আমি মং হ্লা প্রু পিন্টু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আমি সংক্ষেপে বলি,আপনি প্রথমে C ও D ড্রাইভের সবগুলো ফাইল ও প্রয়োজনীয় সফট আগে F বা G ড্রাইভে রাখুন এরপর আপনি আগে হিরেন বুট বা Acronis true image বুটেবল সিডি দ্বারা C ড্রাইভের ইমেজ কপি করে F বা G ড্রাইভে রাখুন ,এরপর আপনি উইন্ডোজের সিডি ঢুকিয়ে শুধুমাত্র C ড্রাইভ ডিলেট ( DELETE Partition) করুন, তখন C ও D ড্রাইভ মিলে এক হয়ে যাবে। এই টিউনটি আপনার কাজে লাগতে পারে :https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/7745/
এছাড়া দেখুন……http://www.shamokaldarpon.com/?p=790

আপনি গুগুলে বাংলা লিখে (হার্ডডিস্কের পার্টিশন ) সার্চ করুন দেখবেন অনেক টিউটোরিয়াল পাবেন…আমি এসব টিউটোরিয়াল শিখেছি সব নেট থেকে…৫-৬ মাস আগে এসম্পর্কে আমার কোন ধারনায় ছিল না।।আপনার যাত্রা শুভ হোক…
By the by…আপনার বাসা কোথায়……?

স্যার,
আপনি যেকোন পার্টিশন ম্যজিক সফটওয়্যার ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে “পাওয়ার কোয়েষ্ট পার্টিশন ম্যজিক” বেশ কার্যকর
নিচের লিংক থেকে এটা ডাউনলোড করতে পারবেন
http://www.mediafire.com/?4hd4zo2zm0k
৩০মেগাবাইটের ফাইলটি ইনস্টল করে নিন

এটি ব্যাবহার করলে আপনাকে কোনো ফাইল মুভ করতে হবে না, শুধু পার্টিশন এর নতুন সাইজ নির্ধারন করে দিলেই হবে
এই সফটওয়্যার এ পার্টিশন সংক্রন্ত সকল সুবিধা পাবেন

সাবধানতা সাবধানতা সাবধানতা সাবধানতা সাবধানতা সাবধানতা সাবধানতা সাবধানতা

এই সফটওয়্যার টি ব্যাবহার করতে হলে নিচে সাবধানতা গুলো অবশ্যই অবশ্যই মেনে চলবেন:
০ খুব ভালো করে বুঝে শুনে, প্রতিটি কাজ করবেন
০ কাজ করার সময় অবশ্যই বিদ্যুত সরবরাহ নিশ্চিত করে নিবেন
. ভাল থাকবেন———————————–(জানাবেন)

আপনার হিসাবে যা দেখছি তাতে প্রায় 15GB ডেটা আছে আপনার, C:\ ড্রাইভের হিসাব বাদে। আপনি দুটি কাজ করতে পারেন সহজভাবে। (১) চার’টা রাইটেবল ডিভিডি’তে সব ডেটা কপি করে নিয়ে পুরো হার্ড ডিস্ক ইচ্ছেমতো পার্টিশান সাজিয়ে নিন। আর, নাহলে (২) আপনার G:\ ড্রাইভে সব ডেটা সরিয়ে নিয়ে বাকি পার্টিশানগুলি ডিলিট করে নিয়ে সাজিয়ে নিতে পারেন। দ্বিতীয়টি করতে পারেন যদি পুরো হার্ড ডিস্ক পার্টিশান সাজাতে না চান।

আমি দুটি 80GB হার্ড ডিস্ক ব্যাবহার করি। আমার C:\ হচ্ছে 25GB, D:\ হচ্ছে 49.5GB, আরেকটি হার্ড ডিস্কে একটিই প্রাইমারি পার্টিশান, 74.5GB (পার্টিশান না করে এটিকে তিনটি ফোল্ডারে অডিও, ভিডিও, সফটওয়্যার রেখেছি)।