বিভিন্ন দোকানে উইন্ডোজ এক্সপি'র সিডি কিনতে পাওয়া যায়, যেগুলো দিয়ে এক্সপি সেটআপ দিলে বিভিন্ন সফটওয়ার যেমন অফিস, সিক্লিনার ইত্যাদি সাইলেন্ট ইন্সটল হয়। হিরেন বুট এর কথা বলছি না। কারন ঐটা দিয়ে ব্যাকআপ ফাইল রিস্টোর করে। ঐ সিডি দিয়ে যেকোন পিসি তে সেটআপ দেয়া যায়। কোন সফটওয়ার দিয়ে এটা করে যদি কেউ জানেন, তাহলে দয়া করে জানাবেন।
আমি তৌহিদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 58 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
nlite দিয়ে করা যায় সম্ভবত,আমি যেটা বানিয়েছিলাম সেটাতে mozilla, opera,7z,kmplayerএকসাথে install হত, silently.তবে সেগুলোর জন্যআলাদাএকধরনের জিপ ফাইল পওয়া যেত, word ট্রাই করিনি, হবে হয়ত। ঝামেলা মেলা, বহু আগে বাদ দিয়েছি। রিয়েলটা ভাল