প্রিয় টেকটিউন ভাইয়ারা, আসসালামুয়ালাইকুম।
প্রথমেই ক্ষমা চেয়ে নিব
কারন আমি আপনাদেরকে কিছু দেওয়ার জন্য নয় বরং কিছু জানার জন্য টিউন করেছি।
আমি আসল কথা বলেই শেষ করব। আমি এখন যেখানে থাকি , এখানে ওয়াইফাই আবার কিছু সময় ব্রডব্যান্ড ব্যবহার করি। কিন্তু বাহিরে গেলে , ভ্রমণে থাকলে অথবা বাড়িতে গেলে আমার নেট কানেক্ট দরকার হয় । এজন্য আমার একটি মডেম এর প্রয়োজন,সেকেন্ড হ্যান্ড অথবা নতুন যেকোনোটাই হলেই কিনতে চাই ।
সব থেকে সাশ্রয়ি মূল্যে (মোটামুটি ভাল এবং কম দামে), সব এলাকায় নেটওয়ার্ক পায় (বিশেষ করে গ্রাম অঞ্চলে), এমন কোন ধরনের মডেম কিনলে ভাল হবে?
বিশেষ করে প্রি-পেইড সিস্টেমে মাসে ১৫/২০ দিন মত ব্যবহার করতে পারি এবং স্পীড মিডিয়াম হলেও হবে এমন কোন ধরনের মডেম (১০০০ থেকে ২৫০০ টাকার ভিতরে ) মাসে মোটামুটি ৩০০-৫০০ টাকা খরচ করে (ডাউনলোড ব্যতীত) ইন্টারনেট ব্রাউজ করতে পারি ?
আমি saidul-islam-tt। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনি zoom আলট্রা কিনতে পারেন মোডেম মূল্য+রিম=২৩০০ টাকা, ৩৬০ টাকা সারা মাস ব্রউস করতে না পারলেও মটামুটি দিন ১৫ চলবে। বিস্তারিত
আপনি রবি পোস্ট পেইড কিনতে পারেন সিম=৪৯৯ টাকায় আনলিমিটেড। মোডেম এর মূল্য সঠিক জানি না। আপনি কাস্টমআর কেয়ার এ খবর নিতে পারেন। বিস্তারিত