please! help help help !!! ওয়েব ডেভলপার ও প্রোগ্রামার ভাইদের সাহায্য চাইছি। আমার সাহায্য চাওয়ার বিষয় বস্তু/বা ধরন নিয়ে কেও হাসবেন না। এটা আমার প্রথম টিউন! আমি বেশ কিছু দিন ধরে নিজে একটা ওয়েব সাইট তৈরি করতে চাইছি। এই জন্য আমি ওয়েব প্রোগ্রামিং ও ডেভেলপিং এর উপর টেকটিউনসে যেসব টিউটেরিয়াল ছিল & নেটে বাংলা টিউটেরিয়াল ছিল সবই দেখেছি। কিন্তু আমি বোঝতে পারিনি এটা কোন ল্যাঙ্গুয়েজে করা সম্ভব।
"যে বিষয়ের উপর ওয়েবসাইট তৈরি করতে চাইছি"
ধরুন আমার পাঁচটা কাপড়ের দোকান আছে। এখন আমি এই সবগুলি দোকানের জন্য একটি ওয়েব-সাইট তৈরি করতে চাই।যার মাধ্যমে আমি সব গুলি দোকানের যাবতীয় হিসাব ও তথ্য সংরক্ষণ করে রাখতে পারব। এ জন্য আমাকে কোন ল্যাঙ্গুয়েজে প্রোগ্রাম লিখতে হবে? ওই ল্যাঙ্গুয়েজ এর উপর আপনার সংরক্ষণে থাকা যাবতীয় টিউটেরিয়াল & বই এর লিঙ্ক গুলি দেবেন প্লিজ। (বিঃদ্রঃ -----আমার সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানা আছে----- )
আমি sunf। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এ জন্য আপনাকে এডভান্স ডেভলাপার হতে হবে । তা না হলে আপনি এটা তাৎক্ষনিক করতে পারবেন না । যাইহোক আমি এসব সার্ভিস দিয়ে থাকি । আমার সাথে যোগাযোগ করতে পারেন