আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই ঈদ কেমন গেল আপনাদের?আশা করি ভালই গেছে কারন "ঈদ" এমন একটা অক্ষর জাকে উচ্চারণ করলেই কেমন খুশি খুশি লাগে আর ঈদ মানেই ত খুশি আনন্দ :p
🙁 আপনাদের কাছে একটা বিপদে পরে এলাম আমি কিছু দিন আগে বাংলাদেশ থেকে আমেরিকায় আসি। আমার একটা Nokia C6 মোবাইল আছে সেটা মাঝে মাঝে অটো রিস্টার্ট হইত এর পর আমি এইটাকে আপডেট দিলাম কিন্তু আপডেট হয়না বার বার লেখা আশে "system error":( আমি আমেরিকা আসার ঠিক আগের দিন একটা bluetooth Headphone Nokia BH 503 কিনি=D আমি জানতাম না কিভাবে কানেক্ট:( করতে হয় তো আমি যেই দোকান থেকে কিনলাম অই দোকান এর এক জন আমার এটা সেটআপ করে দেয় পরে আবার আমার এক ভাই আমাকে দেখিয়ে দেয় কিভাবে সেটআপ করতে হয়=D।এর পর আমার মোবাইল টা যখন:( প্রবলেম দেও্য়া শুরু করলো আমি আমার মোবাইল টাকে ফরমেট দেই পরে আপডেট দেই আপডেট সাকসেস ফুল হয়=D।পরে দেখি bluetooth Headphone Nokia BH 503 এর সাথে কানেক্ট হয় না:( কি একটা যেন কর্ড চায়।পরে আমার মোবাইল এ অভি স্টোর কাজ করতেছিলনা :(আমি আবার আমার মোবাইল টাকে ফরমেট দেই এর পর আর আমি আমার bluetooth Headphone Nokia BH 503কে সার্চ করে পাইনা।:(
আমি যদি বাংলাদেশ এ যদি থাকতাম তাহলে দোকানে দিয়ে ঠিক করে ফেলতাম কিন্তু আমি এখন পারতেছিনা।প্লিজ প্লিজ প্লিজ আমাকে কেও হেল্প করেন :'(:'(:'(:'(:'(
bluetooth Headphone Nokia BH 503
Nokia C6
আমি searching_boy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
apnake prothome serch deoar age bluetooth Headphone er power batton cepe dhore rakhte hobe kicokhon jotokhon na signal light ti droto jolte thake. akhon set theke serch diben. tokhon apnar divauc ti pabe r paoar por active korar somoy jodi pin/cood/pasword chay tahole default pasword 0000 diben (pasword prothombar chay pore r lage na format n deoa porjonto) asa kori kaj hobe