আসসালামু আলাইকুম ভাইরা। আমার সমস্যাটা হলো পিসিতে ইন্টারনেট কনেকশনে ৫-৬ মিনিট পর অটো্ ডিসকানেক্ট হয়ে যায়। স্কাইপ অথবা ডাউনলোড ম্যানেজারে কোন ফাইল ডাউন লোড দিলে এই সমস্যাটা বেশি পরিলক্ষিত হয়। অথবা কোন পেইজ ব্রাউজ করলেও সমস্যাটা দেখা যায়। তখন আমি টাস্কবারে থাকা গ্রামীনফোন আ্ইকোনের Statistics খুলে দেখি 0.00 kbps। ঠিক নিচের ছবির মতো।
নতুন করে কানেকশন দিলেও পাঁচ ছয় মিনিট পর একই অবস্থা দাড়ায়। ভাই আমাকে দয়া করে একটু সাহায্য করুন প্লিজ।
আমি Emrul islam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 208 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভাই আমার ছোট বোনের ল্যাপটপ এ এই একি সমসস্যা প্লিজ টেঁকি ভাইরা একটু হেল্পান।