আসসালামুয়ালাই-কুম । আমি আমার core i3 পিসির জন্য র মাদারবোর্ড কিনব । কিছু দিন আগে আমার ইন্টেল dh55pj মাদারবোর্ডটা নস্ট করে ফেলেছি । ওয়ারেন্টি ছিল বাট নিজে খুলে নস্ট করায় ওয়ারেন্টি দেয় নাই । এখন আমাকে নতুন মাদারবোর্ড কিনতে হবে । মাদারবোর্ড এর প্রসেসর এর পিন ভেংগে গেসে বলে তা নাকি ঠিক করা যাবেনা । এখন আমি নতুন মাদারবোর্ড কিনব কিন্তু কোনটা কিনব তা ঠিক করতে পারছিনা । আমার ইচ্ছা ইন্টেল এর কেনার কিন্তু ৭০০০ হাজার এর মধ্যে ৩২ জিবি র্যাম সাপোর্ট করার মত কোন মাদারবোর্ড পাচ্ছি না তাই আপনাদের পরামর্শ দরকার । বাজারে নাকি ইন্টেল এর মাদারবোর্ড ভাল পাওয়া যাচ্ছেনা সে ক্ষেত্রে কোন কোম্পানির মাদারবোর্ড ভাল হবে । আমার বাজেট ৭০০০ টাকা এর মধ্যে সাজেস্ট করেন । ধন্যবাদ ।
আমি ronybuhyain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
গিগাবাইটের মাদারবোর্ড কিনেন।