সাহায্যঃ ওয়েব সাইট ভিউয়ার ফন্ট নিয়ে জটিল সমস্যা!

প্রিয়,

বেশ কয়েকদিন ধরে আমি এক সমস্যায় ভুগছি। যখনি আমি কোনো ওয়েব সাইট ভিসিট করি, তখনি বেশ কিছু ফন্ট নরমাল ফন্ট এ না দেখিইয়ে Georgia ফন্ট এ দেখায়। অনেক চেষ্টা করেও কোনো সমাধান পাইনি। একটা স্ক্রিন শট দিলাম। দয়া করে সাহায্য করবেন।untitled

Level 0

আমি Rezwan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 38 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Striving for success, peace & establishment !!!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ফন্ট সাবস্টিটিউশান’এ গণ্ডগোল পেকেছে। আমি গুগল ক্রোম ব্যাবহার করিনা বলে সঠিক মেন্যু আপনাকে জানাতে পারছিনা। তবে এটা পাবেন language সেটিংসে। প্রথমে সব ডিফল্ট করে দিয়ে চেষ্টা করুন। সব ওয়েবসাইট স্বাভাবিক দেখালে পরে নিজস্ব সেটিংস করে নেবেন।

আপনি যা বললেন তা মনে হয় ঠিক নয়। লেংগুয়েজ সেটিংস এ কোন সমস্যা নাই। আর এটা ব্রাউজার এর কোন সমস্যা নয়। আমি মোট ৩ টা ব্রাউজার ইউজ করি। সবগুলোতেই এটা হচ্ছে। ভাই, সবার সাহায্য চাচ্ছি, প্লিজ।