উবুন্টু ৯.১০ (কারমিক কোয়ালা) এ ইন্টারনেট ব্যবহার প্রসঙ্গে।

কিছু দিন পূর্বে আমি উবুন্টু ৯.১০ (কারমিক কোয়ালা) ইনষ্টল করি উইন্ডোজ এর পাশাপাশি। আমি সিটিসেল জুম ইউজ করি। কিন্তু উবুন্টু ৯.১০ (কারমিক কোয়ালা) এ আমার মডেমটি ডিটেক্ট না করাতে আমি ইন্টারেনট ব্যবহার করতে পারছি না। ফলে প্রয়োজনীয় এড্ অনগুলোও আমি নেট থেকে ডাউনলোড করতে পারছি না। আমার ফোন+মডেমটি হল এলকাটেল ইটি-৮০৫ মডেলের। টেকিভাইরা প্লিজ সলভ্ দ্যা প্রবলেম।OT-E805C

Level 0

আমি মহিউদ্দিন আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

দেয়ার মত কোন তথ্য আমার জীবনে নাই।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

9.10 এ মডেম প্রবলেম করে । আপনি 9.04 এ ফিরে যান ।

gmshahin ভাই আপনি প্রথমে আপনার মোডেম টি কম্পিউটার এ সংযোগ করুন। এর পর উবুন্টু ৯.১০ এর টারমিনাল খুলে sudo lsusb লিখুন। এবং আউটপুট আমাকে জানান।