সাহায্য চাই….odesk এর কাজের ব্যাপারে।

সবাই আমার সালাম নিবেন।

আমি আপনাদের সাহায্য চাই odesk এর ব্যাপারে। আমি একজন নতুন odesk সদস্য। আমি কিছুদিন আগে একটা কাজ পাই। সেটা আমার active candidacies ে এ দেখাচ্ছে। কাজটা আমি করলাম কিন্তু client েএর কাছ থেকে কোন রকম সাড়া পাচ্ছহিনা আজ অনেক দিন হয়ে গেল। আমি কাজ জমা দি্যেছি যতটুকু সে করতে বলেছে। সে কাজ জমা দেয়ার আগে বলল যে এর জন্য সে আমাকে ১ ডলার দিবে।

তো ভাইয়েরা আমাকে জানাবেন কি কতদিন পড়ে আমি পেমেন্ট পেতে পারি? না কি এমন অনেক client  আছে যারা কিনা কাজ করিয়ে পেমেন্ট দেয় না?

আর ভাইয়েরা আমি কিভাব odesk ে এ কাজ পেতে পারি?

আর কাজ করার আগে নাকি কাজ accept করতে হয়, সেটা কিভাবে করে আমাকে যদি কেধ জানাতেন তাহলে আমি অনেক উপকৃত হতাম।

উত্তরের  আশায় রইলাম।

Level 0

আমি shahedups। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

you can join/visit @oDesk Help Group in Facebook, there you can see “Files (Read this first)”
All doc. Files are really helpful for a new comer in oDesk. Hopefully you will gain deep knowledge about oDesk. Thanks.
Link: https://www.facebook.com/groups/odeskhelp/

আর অ্যাক্টিভ ক্যানডিডেট মানেই যে আপনি কাজ পেয়েছেন এমন না, আপনি তখন শুধু ইন্টারভিউ দিচ্ছেন, ক্লায়েন্ট আপনাকে হায়ার করে নাই।

আপনার প্রশ্নের প্রায় সব উত্তর ই allionhoney ভাই এর কমেন্টে আছে। আপনি মনে হয় ইন্টার্ভিউ এর সময়েই পুরা কাজ ডেলিভারি দিয়ে দিয়েছেন। আসলে ওই সময় আপনার আপনার Plan of Action, sample এসব নিয়ে কথা বলা দরকার ছিল। client convince হলে তখন আপনাকে Hire করবে এবং আপনি আপনার My Jobs tab এ সেটা দেখতে পেতেন। ব্যাপার না ভাই, প্রথম প্রথম এমন ভুল হওয়া স্বাভাবিক।
অনেক ক্লায়েন্ট ২ নুম্বারি করে। এক্ষেত্রে client এর payment method verified কিনা দেখে নেয়া ভাল। সাথে সাথে তার previous employment history এবং feedback গুলাও জরুরি।
নতুনদের ক্ষেত্রে কাজ পাবার জন্য ৪ টা জিনিস খুবি দরকার-
১. গুছানো একটা প্রোফাইল/Objective
২. আপনি যে কাজে bid করছেন, profile এ সেই ধরনের কাজের একটা portfolio
৩. অল্প কথায় informative একটা cover letter
8. কাজের সাথে প্রাসঙ্গিক Skill test দেয়া থাকা এবং মোটামুটি ভাল স্কোর থাকা।

আমি নিজে odesk এ বেশিদিন হয়নি কাজ করি। তবে সবার দোয়ায় ২২ দিনের মাথায় আমার প্রথম কাজ পাই। এখনও পাচ্ছি। যেকোনো দরকারে [email protected] এ মেইল দিয়েন। পারলে সাহায্য করব।

Level 0

অনেক ধন্যবাদ ভাই আপনাদেরকে। আসলে আমি অনেক কিছুই বুঝিনা তবে আশা করি আপনারা আমাকে সবসময় সাহায্য করবেন।

সাঈদুর ভাই @ আমাকে যদি আরো একটু details বলতেন যে আসলে interview -এর সময় কি কি করা উচিৎ, তাহলে অনেক ভাল হত।

এটা আসলে situation এর উপরে depend করে। client কি জানতে চাচ্ছে, কি রকম কাজ চাচ্ছে তার উত্তর গুলো সবসময় সহজ ভাবে এবং সঠিকভাবে বলতে হবে। তবে আপনার উত্তরে অবশ্যই যেন এই ব্যাপার টা ফুটে উঠে যে আপনি কাজ টা ভালভাবে সম্পন্ন করার ব্যাপারে ১০০% confident. কোন point না বুঝলে জিজ্ঞেস করতে লজ্জা পাবেন না। আর message গুলতে সবসময় polite language ব্যবহার করবেন।

Active candidacies manei kaj paoa noi…kaj dear purbe buyer apnak hire korbe….keo hire kore thakle “my jobs” a click kore dekhte parben….keo jodi kaj koria taka na dei tahole apni buyer ar biruddhe flag korte parben….ar bid korar purbe obossoi payment method verified dekhe
niben..