সবাই আমার সালাম নিবেন।
আমি আপনাদের সাহায্য চাই odesk এর ব্যাপারে। আমি একজন নতুন odesk সদস্য। আমি কিছুদিন আগে একটা কাজ পাই। সেটা আমার active candidacies ে এ দেখাচ্ছে। কাজটা আমি করলাম কিন্তু client েএর কাছ থেকে কোন রকম সাড়া পাচ্ছহিনা আজ অনেক দিন হয়ে গেল। আমি কাজ জমা দি্যেছি যতটুকু সে করতে বলেছে। সে কাজ জমা দেয়ার আগে বলল যে এর জন্য সে আমাকে ১ ডলার দিবে।
তো ভাইয়েরা আমাকে জানাবেন কি কতদিন পড়ে আমি পেমেন্ট পেতে পারি? না কি এমন অনেক client আছে যারা কিনা কাজ করিয়ে পেমেন্ট দেয় না?
আর ভাইয়েরা আমি কিভাব odesk ে এ কাজ পেতে পারি?
আর কাজ করার আগে নাকি কাজ accept করতে হয়, সেটা কিভাবে করে আমাকে যদি কেধ জানাতেন তাহলে আমি অনেক উপকৃত হতাম।
উত্তরের আশায় রইলাম।
আমি shahedups। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
you can join/visit @oDesk Help Group in Facebook, there you can see “Files (Read this first)”
All doc. Files are really helpful for a new comer in oDesk. Hopefully you will gain deep knowledge about oDesk. Thanks.
Link: https://www.facebook.com/groups/odeskhelp/
আর অ্যাক্টিভ ক্যানডিডেট মানেই যে আপনি কাজ পেয়েছেন এমন না, আপনি তখন শুধু ইন্টারভিউ দিচ্ছেন, ক্লায়েন্ট আপনাকে হায়ার করে নাই।