আসসালামুয়ালাইকুম কেমন আছেন সবাই? ঈদ কেমন গেলো আশা করি ভালই গেছে। wordpress থিম কিভাবে আপলোড আর ইন্সটল করে? আমার ওয়ার্ডপ্রেস সাইড এ কোন ইন্সটল করার মত অপশন নাই প্লিজ কমেন্ট এর মাধ্যমে জানান একটু বেশি জরুরি আর আমার সাইড এ প্লাগিন এর কোন অপশন দেখতেছিনা তো প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ প্লিজ আমাকে হেল্প করেন
আমি searching_boy। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
@searching_boy: টাকা দিয়ে একাউন্ট কিনতে হয় না । আপনাকে ডোমেইন আর হোস্টিং কিনতে হবে । ডোমেইন কিনতে ৯-১২ ডলার আর ১ জিবি হোস্টিং এর জন্য ১৬ ডলার মত লাগতে পারে । আপনি চাইলে ফ্রী হোস্টিং প্রোভাইডার যেমন x10hosting আর ফ্রী ডোমেইন .tk ব্যাবহার করে ফ্রী ভাবে ও বানাতে পারেন তবে আমি বলবো কিনেই বানাতে । আর ডোমেইন হোস্টিং কেনার পরে আপনার ডোমেইনে ওয়ারডপ্রেস ইন্সটল করতে হবে । টেকটিউনসের সার্চ এ গিয়ে ওয়ার্ডপ্রেস লিখে সার্চ দিন । তাহলে ই বিস্তারিত টিউটোরিয়াল পাবেন ।
http://bdsell.com/ এই সাইটে যান, বিস্তারিত দেয়া আছে।