help!!!! ” Copy of Shortcut to” virus

ভাই আমার pc তে " Copy of Shortcut to" virus টা পুরা control panel এটাক কোরেছে। যে কোন ফ্লেশ ড্রাইভ ডুকালে সাথেসাথে তাতে Copy of Shortcut to" virus টা 4 টা কপি হয়। আর সাথে recycle নামে একটা folder in করে । আমার এভাস্ট টা এটা ধরতে ধরতে একবার ক্রেস করছে। এভিরা ধরতে ধরতে pc slow করে ফেলে। virus টার location সো করালে full control panel সো করে।  সেট up একবার দেয়া হইছে।but.........not ।এই virus টা pen drive open না করলেও ডুকে যায়।জানিনা কি করব.........

Level 2

আমি tomal50। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

সব এন্টিভাইরাস আন-ইন্সটল করেন। তারপর নতুন একটা এন্টিভাইরাস [যেটা আগে ইন্সটল করেন নি] ইন্সটল করে আপডেট করুন। এবার সেফ মোডে ফুল স্ক্যান করুন। পেনড্রাইভটাও স্ক্যান করুন বা পেনড্রাইভ থেকে আপনার চিহ্নিত ফাইলগুলো ডিলিট করে ফেলুন।

    Level 2

    @Kamrul Cox: save mode a windows file sara sob file virus dora…..

      Level 2

      @tomal50: তারমানে বুঝতেই পারছেন। নতুন উইন্ডোজ দেয়াই হবে বুদ্ধিমানের কাজ।

Level 0

Latest Avast anti virus দিয়ে Boot time scan করুন।আশা করি ঠিক হয়ে যাবে।

escan এন্টিভাইরাস ব্যবহার করেন। ১০০% সমাধান পাবেন।এই সমস্যায় আমিও পরেছিলাম। এটাতে সমাধান পেয়েছি।

আমি যতদূর জানি escan ফ্রি পাওয়া যায় না। তারপরেও আপনার ইমেইল এড্রেসটা দিয়েন আমি আমার কপিটা আপনাকে পাঠিয়ে দিব। ১ মাস ব্যবহার করতে পারবেন।