ভাই আমার pc তে " Copy of Shortcut to" virus টা পুরা control panel এটাক কোরেছে। যে কোন ফ্লেশ ড্রাইভ ডুকালে সাথেসাথে তাতে Copy of Shortcut to" virus টা 4 টা কপি হয়। আর সাথে recycle নামে একটা folder in করে । আমার এভাস্ট টা এটা ধরতে ধরতে একবার ক্রেস করছে। এভিরা ধরতে ধরতে pc slow করে ফেলে। virus টার location সো করালে full control panel সো করে। সেট up একবার দেয়া হইছে।but.........not ।এই virus টা pen drive open না করলেও ডুকে যায়।জানিনা কি করব.........
আমি tomal50। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 64 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সব এন্টিভাইরাস আন-ইন্সটল করেন। তারপর নতুন একটা এন্টিভাইরাস [যেটা আগে ইন্সটল করেন নি] ইন্সটল করে আপডেট করুন। এবার সেফ মোডে ফুল স্ক্যান করুন। পেনড্রাইভটাও স্ক্যান করুন বা পেনড্রাইভ থেকে আপনার চিহ্নিত ফাইলগুলো ডিলিট করে ফেলুন।