ডোমেইন ক্রয় ও এসএসএল সার্টিফিকেটের সমস্যা ।

বিসমিল্লাহির রাহমানির রাহীম ।

অনেকদিন পরে বড় একটা সমস্যায় পড়েছি যার সমাধান আমার জ্ঞানের বাইরে । সেই কারনেই আবার টিটির পন্ডিত ভাইদের সামনে সমস্যা নিয়ে হাযির হলাম । সমস্যাটা বলি । আমি জীবনে প্রথম একটি ডোমেইন কিনলাম নেম চিপ থেকে । সাথে WhoisGuard Privacy ProtectionComodo PositiveSSL SSL Certificate এইগুলোও কিনলাম । ভালো কথা । কিন্তু হস্টিং কিনি নাই । মনে করলাম প্রথমে ফ্রী হোস্টিং দিয়েই চালাবো । সেই কারণে X10 হোস্টিং ও নিলাম ।

এবং ওয়ার্ডপ্রেস সেটাপ দিয়ে দিলাম ।

ভালকথা । সবকিছু ঠিকঠাকই চলছিলো ।

এইবার হলো সমস্যার শুরু---

যখনিআমার ওয়েবসাইটে  লগইন করতে চায়, তখনি নীচের পাতাটি চলে আসছে ।

এইবারে গেলাম নেমচিপের কাছে এবং দেখলাম ম্যাসেজ দেখাচ্ছে যে --

ভালোকথা, প্রক্রিয়া শুরু করলাম  অ্যাকটিভেট করার।

কিন্তু কিছুদূর গিয়েই শেষ, নীচের ফর্মটি পূরন করতে বলছে, যা সম্পর্কে আমার কনো ধারণা নাই ।

কথা হলো এখন আমি কি করবো ???????

দয়া করে কেউ যদি জানাতেন তবে উপক্ক্রিত হতাম ।

ধন্যবাদ ।

Level 0

আমি এহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 168 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এটা আপনার ডোমেইন এর ssl এর সমস্যা না। কেননা আপনি এখন নো ssl একটিভ করেন নি। আর যতদুর মনে হচ্ছে ফ্রী হোস্ট এ ssl সেটাপ করেতে দেবে না আপনার প্রোভাইডার । আর হা আপনার ওয়েব সাইট এর জন্য এটা বাধ্যতামূলক নয় । ওয়ার্ডপ্রেস সাইটে এটা ইউজ করার প্রোয়োজন হবে না যদিনা ইকমার্স সাইট করেন । আর আপনি যতি নিতান্ত্যই ssl ইউজ করতে চান সে জন্য হোস্টিং প্রোভাইডার থেকে ডেডিকেটেড আইপি কিনতে হবে আগে(মিনিমাম ২ ডলার মাসে প্রতি আইপি ) । আর ফ্রী হোস্ট আপনাকে এই সুবিধা দিবে বলে মনে হচ্ছে না।

বিপুল ভাই এর সাথে এক মত। আপনি যেহেতু নেমচিপ থেকে ডোমেইন এবং SSL নিয়েছেন সেহেতু, নেমচিপ থেকেই হস্টিং এবং ডেডিকেটেড আইপি নিয়ে নেন। এবং পুনরায় আবার কনফিগার করেন।

কিন্তু ভাইয়েরা আমি যদি ফ্রী হস্টিং এ করতে চায় তাহলে কি কোনো সমস্যা আছে । আর হ্যা আমি যেহেতু এখনো এসএসএল এ্যাক্টিভ করি নি, কিন্তু আমি যখনি আমার সাইটে লগিন করতে যাচ্ছি তখনি এসএসএল সার্টিফিকেট এরোর দিয়ে নতুন পেজ দেখাচ্ছে, কি করি ।

ধন্যবাদ ।

    @এহসান: যত দুর মনে হচ্ছে তাতে আপনি হয়ত, SSL রিলেটেড কোন প্লাগিন ইন্সটল করছেন অথবা হোস্টিং প্যানেল থেকে SSL রিলেটেড কোন কিছু কনফিগার পরিবর্তন করছেন । অন্যথায় এমনটা হবার কথা না । এনিওয়ে সমস্য সমাধান না হলে জানাবেন , দেখে দেওয়া যাবে । সমাধান না পেলে আমাকে ম্যসেঞ্জজারে নক দিয়েন – ইয়াহু/জিটক/স্কাইপি- আইডি Bipulbd08 । সমাধান দেওয়ার চেষ্টা করা হবে ।

আপনি ওয়ার্ডপ্রেস সেটাপ কি অটোইন্সটলার দিয়ে দিয়েছেন?