বিসমিল্লাহির রাহমানির রাহীম ।
অনেকদিন পরে বড় একটা সমস্যায় পড়েছি যার সমাধান আমার জ্ঞানের বাইরে । সেই কারনেই আবার টিটির পন্ডিত ভাইদের সামনে সমস্যা নিয়ে হাযির হলাম । সমস্যাটা বলি । আমি জীবনে প্রথম একটি ডোমেইন কিনলাম নেম চিপ থেকে । সাথে WhoisGuard Privacy Protection, Comodo PositiveSSL SSL Certificate এইগুলোও কিনলাম । ভালো কথা । কিন্তু হস্টিং কিনি নাই । মনে করলাম প্রথমে ফ্রী হোস্টিং দিয়েই চালাবো । সেই কারণে X10 হোস্টিং ও নিলাম ।
এবং ওয়ার্ডপ্রেস সেটাপ দিয়ে দিলাম ।
ভালকথা । সবকিছু ঠিকঠাকই চলছিলো ।
এইবার হলো সমস্যার শুরু---
যখনিআমার ওয়েবসাইটে লগইন করতে চায়, তখনি নীচের পাতাটি চলে আসছে ।
এইবারে গেলাম নেমচিপের কাছে এবং দেখলাম ম্যাসেজ দেখাচ্ছে যে --
ভালোকথা, প্রক্রিয়া শুরু করলাম অ্যাকটিভেট করার।
কিন্তু কিছুদূর গিয়েই শেষ, নীচের ফর্মটি পূরন করতে বলছে, যা সম্পর্কে আমার কনো ধারণা নাই ।
কথা হলো এখন আমি কি করবো ???????
দয়া করে কেউ যদি জানাতেন তবে উপক্ক্রিত হতাম ।
ধন্যবাদ ।
আমি এহসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 168 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা আপনার ডোমেইন এর ssl এর সমস্যা না। কেননা আপনি এখন নো ssl একটিভ করেন নি। আর যতদুর মনে হচ্ছে ফ্রী হোস্ট এ ssl সেটাপ করেতে দেবে না আপনার প্রোভাইডার । আর হা আপনার ওয়েব সাইট এর জন্য এটা বাধ্যতামূলক নয় । ওয়ার্ডপ্রেস সাইটে এটা ইউজ করার প্রোয়োজন হবে না যদিনা ইকমার্স সাইট করেন । আর আপনি যতি নিতান্ত্যই ssl ইউজ করতে চান সে জন্য হোস্টিং প্রোভাইডার থেকে ডেডিকেটেড আইপি কিনতে হবে আগে(মিনিমাম ২ ডলার মাসে প্রতি আইপি ) । আর ফ্রী হোস্ট আপনাকে এই সুবিধা দিবে বলে মনে হচ্ছে না।