হ্যাঁ আপনাকে বলছি এটা সত্যি যে এটা আমার প্রশ্ন কিন্তু হতে পারে এই সমস্যা আপনার ও আছে আর যদি না ও থাকে তাহলেও আমার পোষ্টটা পড়ুন তাহলে যানতে পারবেন আমার সমস্যাগুলো কি আর কমেন্টস করে অভিজ্ঞরা এর সমাধান ও জানাবে সেটাও জানতে পারবেন।
আমার সমস্যার শেষ নাই কিন্তু গুলোর সমাধান এখানে পেতে পারি এবং সমাধান পেলে খুব ভাল হয় আর আমি অনেক চেষ্ট করে ও কূল কিনারা করতে পারি নাই তার মধ্যে থেকে কিছু শেয়ার করলাম অ্যাডমিন আর অভিজ্ঞদের কাছে আমার আকুল আবেদন আমাকে সাহায্য করে আমাকে উপকৃত করবেন।
প্রশ্ন ১ : আমার ব্লগে অ্যাডসেন্স আছে এখন আমি কি অন্য কোন কম্পানির অ্যাড আমার ব্লগে দিতে পারব? যেমনঃ অ্যডজগৎ, সিবেক অ্যাড আর আমি অন্যকোন রেফারেল লিংক ব্যানার অ্যাড করে।
প্রশ্ন ২: অ্যাডসেন্স থাকলে কি ফ্রি ট্রাফিক এক্সেঞ্জ সাইট থেকে ট্রাফিক নেওয়া যাবে? যেমনঃ ইউলাইকহিটস্।
প্রশ্ন ৩: আমার পোষ্টে মধ্যে একটা গুগোল অ্যাড আছে টপে একটা অ্যাড আছে আর সাইড বারে একটা অ্যাড আছে যখন হোম পেইজে থাকি তখন দুইটা অ্যাড দেখা যায় কিন্তু যখন কোন পোষ্ট ভিউ করি তখন তিনটা অ্যাড দেখা যায় এখন আমার প্রশ্ন হল আমি কি আরও একটি অ্যাড বটমে দিতে পারব?
এত কথা যে ব্লগটা নিয়ে বললাম সে কি আপনারা দেখবেন না। নিচে দেখুন
Alexa Traffic Rank: 8,920,453
আমি অসীম কষ্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন ছাত্র পড়াশুনার ফাঁকে ফাঁকে কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করি। এতে আমি যা জানতে পারি বা বুঝতে পারি তা বন্ধুদের সাথে শেয়ার করি। ঘুরে বেড়াতে ভাল লাগে একা একা থাকতে আর সারাদিন নাওয়া খাওয়া ছেড়ে কম্পিউটারের সাথে লেগে থাকতে ভাল লাগে। খুব বেশি বন্ধু তবে আমরা যখন একত্র হই তখন...