টেকটিউন্সের “Hot Tunes” অপসন সম্পকে জানতে চাই,হেল্প মি প্লিজ।

আসসালামুয়ালাইকুম,

ঈদ  মোবারাক।আশা করি সবাই ভাল আছেন।

একটা বিষয়  জানতে চেয়ে আজকের  টিউন টি করলাম, এডমিন  প্লিজ  রিমুভ  করবেন  না।

টেকটিউন্স  ব্লগের উপরের  দিকে  "Hot tunes" নামের একটি ক্যাটাগরি দেখা যায়।এই ক্যাটাগরিতে কিছু টিউন্স দেখা যায় যেমন নিচের ছবিতে দেখা যাচ্ছে।

🙄

আমার প্রশ্ন হলো এই ক্যাটাগরিতে কি টিউন্স গুলো এডমিনরা সিলেক্ট করে নাকি এই ক্যাটাগরিতে নরমালি পোষ্ট করা যায়।

আর যদি এডমিনরা এই ক্যাটাগরির জন্য পোষ্ট নিরবাচন করে থাকে তবে তারা কিসের ভিত্তিতে টিউন্স গুলো এই ক্যাটগরির জন্য নিরবাচন করে থাকে এই নিয়ে বিস্তারিত কেউ যদি জানান অনেক উপক্রিত হতাম।

আর আগে যদি “Hot tunes” ক্যাটাগরি নিয়ে কোনো পোষ্ট হয়ে থাকে এই ব্লগে তবে লিঙ্কটা একটু কষ্ট করে কমেন্ট করে শেয়ার করেন প্লিজ।

Level 0

আমি নেটিজেন।। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 118 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব সম্ভবত যে টিউন বেশি হিট খায় সেটা হট টিউনন্সে স্থান পায়।
সোর্ডফিশ ভায়ের কথায় “সর্বাধিক পঠিত বিগত ২০ দিনের টিউন হট টিউনস হয়ে থাকে”
https://www.techtunes.io/how-to/tune-id/121701

ও তার মানে হট টিউন্স সিলেক্ট হতে গেলে ২০ দিন এ সবচেয়ে বেশি ভিজিট পেতে হবে ??@ আ জ ব