আমি আমার ওয়ার্ডপ্রেস ব্লগে একটা প্লাগিন ইন্সটল করতে গিয়ে দেখি আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে প্লাগিন প্যানেল নেই। অনেক চেষ্টা করেও প্লাগিন প্যানেল যুক্ত করতে পারলাম না। তাই প্লাগিনটাও ইন্সটল করতে পারলাম না। মন খারাপ হয়ে গেল। ইন্টারনেটে গুগল থেকে অনেক বার এ বিষয়ে সার্চ দিয়েও কোন আশা জনক ফলাফল পাই নি। ভাল একটা টেকনোলজি বিষয়ক ব্লগ খুঁজছিলাম। পেয়েও গেছি। টেকটিউনস্ ব্লগটি খুব ভাল লাগল। তাই রেজিস্টার করে ফেললাম। আমি আমার ভাল টেকনোলজি বিষয়ক ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারব ইনশাল্লাহ্। আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে কোন প্লাগিন প্যানেল নেই। কিন্তু গুগলে এ বিষয়ে সার্চ দিলে ড্যাশবোর্ডে Appearance এর পরই প্লাগিন প্যানেল দেখায়। তাহলে কি আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে কোন সমস্যা আছে? সমস্যা কি কি হতে পারে এবং এর সমাধান কি? আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে কি প্লাগিন প্যানেল যুক্ত করা যাবে না? কিংবা প্লাগিন প্যানেল ছাড়াই প্লাগিন Install এর কোন পদ্ধতি আছে কি? দয়া করে তাড়াতাড়ি জানান। আমাকে সাহায্য করলে উপকৃত হবো এবং কৃতজ্ঞ থাকব। নতুন টিউনার হিসেবে টেকটিউনস এর সকলকে জানাই আমার শুভেচ্ছা ও অভিনন্দন। ভাল থাকবেন।
আমি স্পাইডারম্যান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
বস এই বিষয়ে আমি অতন্ত্য ই নাদান বালক৷ আশা করি বিগ বসরা আপনার সমস্যার সমাধান করবে৷
আপনাকে স্বাগতম টৈকটিউননে৷