কিভাবে আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে প্লাগিন প্যানেল যুক্ত করব?

আমি আমার ওয়ার্ডপ্রেস ব্লগে একটা প্লাগিন ইন্সটল করতে গিয়ে দেখি আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে প্লাগিন প্যানেল নেই। অনেক চেষ্টা করেও প্লাগিন প্যানেল যুক্ত করতে পারলাম না। তাই প্লাগিনটাও ইন্সটল করতে পারলাম না। মন খারাপ হয়ে গেল। ইন্টারনেটে গুগল থেকে অনেক বার এ বিষয়ে সার্চ দিয়েও কোন আশা জনক ফলাফল পাই নি। ভাল একটা টেকনোলজি বিষয়ক ব্লগ খুঁজছিলাম। পেয়েও গেছি। টেকটিউনস্ ব্লগটি খুব ভাল লাগল। তাই রেজিস্টার করে ফেললাম। আমি আমার ভাল টেকনোলজি বিষয়ক ব্লগগুলো আপনাদের সাথে শেয়ার করতে পারব ইনশাল্লাহ্। আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে কোন প্লাগিন প্যানেল নেই। কিন্তু গুগলে এ বিষয়ে সার্চ দিলে ড্যাশবোর্ডে Appearance এর পরই প্লাগিন প্যানেল দেখায়। তাহলে কি আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে কোন সমস্যা আছে? সমস্যা কি কি হতে পারে এবং এর সমাধান কি? আমার ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে কি প্লাগিন প্যানেল যুক্ত করা যাবে না? কিংবা প্লাগিন প্যানেল ছাড়াই প্লাগিন Install এর কোন পদ্ধতি আছে কি? দয়া করে তাড়াতাড়ি জানান। আমাকে সাহায্য করলে উপকৃত হবো এবং কৃতজ্ঞ থাকব। নতুন টিউনার হিসেবে টেকটিউনস এর সকলকে জানাই আমার শুভেচ্ছা ও অভিনন্দন। ভাল থাকবেন।

Level 0

আমি স্পাইডারম্যান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 7 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

বস এই বিষয়ে আমি অতন্ত্য ই নাদান বালক৷ আশা করি বিগ বসরা আপনার সমস্যার সমাধান করবে৷
আপনাকে স্বাগতম টৈকটিউননে৷

আপনি মনে হয় এডমিন প্যানেলের বাঁদিকের মেইন ন্যাভিগেশান মেন্যুর কথা বলছেন, ড্যাশবোর্ড নয়, তাইনা? আচ্ছা, এই ওয়ার্ডপ্রেস কি আপনার নিজস্ব ইনস্টল করা, মানে self-hosted wordpress? নাকি wordpress.com ফ্রি ব্লগ? যদি নিজের ইনস্টল করা হয়, তাহলে দেখুন ওয়ার্ডপ্রেস ডাইরেক্টরীতে এই দুটি ফাইল আছে কিনা – /wp-admin/plugin-install.php আর /wp-admin/plugin-editor.php এই দুটি বাদ গেলে মেন্যু দেখাবেনা।

Level 0

আমি ওয়ার্ডপ্রেস দিয়ে একটা সাইট বানাতে চাই, আমি এটি বর্তমানে লোকাল হোষ্টে চালাচ্ছি মোটামুটি সব টিক আছে কিন্তু দুইটা ব্যাপার আমি পারচিনা
১. আমি চাই সাইডবারে কিছু পত্রিকার নিউজ দেব কিন্তু কিভাবে করব বুঝতেছিনা। যেমনটি টেকটিউনের সাইডবারে আছে। সাহায্য চাইছেন…
২. আমি পেইজ URL কে static example: .html or .htm করতে চাই কিন্তু কিভাবে করব।

    লোকাল হোস্টে মানে? নিজের কম্প্যুটারে চালাচ্ছেন ওয়ার্ডপ্রেস?
    ১) সাইডবার উইজেট দিয়ে তাতে RSS ফিড দিয়ে দিন। যদি পত্রিকার logo দিয়ে নিউজ দিতে চান তাহলে টেক্সট উইজেটে HTML দিয়ে img কোড দিয়ে করুন
    ২) ওয়ার্ডপ্রেস মূলত php’তে, তাই .html/.htm ইত্যাদি URL দেবেন কিকরে?

Level 0

হ্যা. সাইডবার উইজেট কি ডাউনলুড করতে হবে?
যদি .html/.htm না হয় তাহলে .php কিভাবে করব। আমি পেইজ URL কে static করতে চাচ্ছি

    আপনি কি কোনো একটি নির্দিষ্ট পাতাকে হোমপেজ বানাতে চাইছেন? যদি তাই হয় তাহলে এডমিন প্যানেলে বাঁদিকের মেন্যুতে Settings’এর নিচে Reading option দেখুন, ওখানে লেখা আছে Front page displays (i) Your latest posts (ii) A static page (select below) এইখানেই পেয়ে যাবেন আপনার ব্লগের সব পাতাগুলি, যেটা ইচ্ছা সেইটা static করে নিন। এর জন্য html/php ভাবতে হবেনা।

    Level 0

    @mohb: permalink এ গিয়ে permalink এর শেশে .html বা .php লাগিয়ে দিলেই হবে :p

Level 0

সাইডবার উইজেট দিয়ে তাতে RSS ফিড দিয়ে দি
এটা দিয়ে হচ্ছে কিন্তু পোষ্টগুলি মেইন পেইজ এবং সাইডবার উভই জায়গাতে দেখাচ্ছে আমি চাচ্ছি তা শুধু সাইডবার এ দেখাতে

    আপনার সাইডবার সব পাতাতেই দেখাবে যদি না index.php আর single.php নিজে নিজে এডিট করেন। পোস্ট পাতা হচ্ছে single.php এটা এডিট করে নিতে হবে যদি পোস্ট পাতায় সাইডবার না দেখাতে চান। আপনি চাইছেন সাইডবারে দেখাতে, কিন্তু পোস্ট পাতাতেও তো সাইডবার দেখায়, সেটাই ডিফল্ট। সব পাতায় সাইডবার আসবে। না দেখাতে চাইলে নির্দিষ্ট পাতা এডিট করতে হবে। যদি ইন্ডেক্স পাতার সাইডবার এবং পোস্ট পাতার সাইডবার ভিন্ন দেখাতে চান, তাহলে sidebar1/sidebar2 আলাদা ফাইল বানিয়ে নিতে হবে।