symphony w 25 root করতে সাহায্য করুন।

ভাই আপনাদের মাঝে অনেকেই symphony android mobile কিনেছেন।কেউ যদি symphony android mobile root করার পদ্ধতি জেনে থাকেন আমাদের বিস্তারিত ভাবে জানালে খুভ ই উপক্রত হোতাম। উল্লেখ্য আমি symphony w 25 set টি ব্যবহার করছি বেশ কিছুদিন ধরে।এটা স্কাইপি তে ভিডিও চ্যাট সমর্থন করে,তবে ব্যাটারি ব্যাকাপ নিয়ে চিন্তিত তাই আমি আমার সেট টা root করতে চাচ্ছি।

Level 0

আমি সাজ্জাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যদিও মেডিকেলের ছাত্র তবুও টেকটিউনস নিয়ে উৎসাহী


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সাজ্জাদ ভাই আমি w25 এই মডেলটা কিনতে চাচ্ছি। আপনি যেহেতু ব্যবহার করছেন,
যদি কষ্ট করে একটা রিভিউ দিতেন, মানে এই w25 মডেলটার সুবিধা ও অসুবিধা সম্পর্কে,
অথবা কি কি সমস্যা হতে পারে, তাহলে খুবই উপকৃত হতাম। নেটে অনেক খুজছি কিন্তু পাচ্ছি না।

ভাই root করলে ব্যাটারীর ব্যাকআপ বাড়বে কে বলল? ঠিক মতো করতে না পারলে কিন্তু সেট ব্রিক হয়ে যেতে পারে। আর root করলে কিন্তু আপনার সেটের warranty পাবেন না। তাই একান্ত দরকার না হলে না করাই ভালো।

ROOT করলে অনেক unnecessary APPLICATION বন্ধ করতে পারতাম। এতে data updown , processor tuning করা যেতো। আমি তো জানি custom rom installation এর সময় উল্টাপাল্টা করলে সেট brick হওয়ার chance থাকে ।

@shon ভাই সেট টা নিয়া খুব একটা খারাপ নাই।এই যেমন আপনাকে উত্তর দিচ্ছি মায়াবি কিবোর্ড ব্যবহার করে। সিম্ফনি w 25 , w 100 এর থেকে কোনো অংশেই খারাপ না ।ব্যাটেরী ব্যাক আপ ভাল ১-১১/২ দিন চার্জ থাকে। স্কাইপি তে ভিডিও কল করা যায়। গেমিং পারফরমেন্স ও ভালো। ক্যামেরা মোটামুটি।তবে সফটওয়ার ইন্সটাল করে নিলে ভালোমানের ছবি তুলতে পারবেন।অডিও কোয়ালিটি ও বেশ ভাল। VLC MEDIA PLAYER দিয়ে হাই কোয়ালিটি ভিডিও smoothly চালাতে পারবেন। আমি wifi hotspot বানিয়ে বাসায় ৩টা ল্যাপটপ চালাইসিলাম। খারাপ দিক যেটা মনে হইসে root করতে পারতিসিনা , edge connection এ wifi এর থেকে বেশি ব্যাটারী খায় , এর সাথে কোনো সিডি দেয়নায় যদিও পিসিতে দিলে অটোমাটিক driver ইন্সটল হয়। ২-১ বার সফটওয়ার জনিত কারনে হাং করছিল।আপডেট করার পর ঠিক হয়ে গেসে। মাঝে মাঝে এজ কানেক্সন ইউজ করার সময় অন্য সিম কানেক্সন বন্ধ হয়ে যায়। সব মিলায় আমি মনে করি সেটটা দিয়ে খুভ কম দামে(তুলনামুলক) অনেক কাজ ই করা যায় যা বাজারের একই কনফিগেরেসন এর সেট কিনতে হলে বেশি দাম দিতে হবে এবং ডুয়েল সিম পাবেননা।

    Level 0

    vai amar w25 bt prblm holo ami shunsilam phn line katte uporer lock key chap dilei hoi,kintu amr hcce na. kivabe krbo? arekta holo ami kono operator name khuje pacci ma
    sim1 sim2 dekhai. ki krbo
    hlp needed

    Level 0

    @সাজ্জাদ: ভাই symphoney w25 কিবাভে আপডেট করলেন. আমারটাত up to date দেখায়
    plz বলবেন কিভবে করব

Level 0

ধন্যবাদ সাজ্জাদ ভাই , অনেক কিছু জানলাম আপনার মাধ্যমে।

Level 0

symphony w 25 set root করার পদ্ধতি http://forum.xda-developers.com/showthread.php?t=1788936

    Level 0

    @Rizwan: symphony w 25 set একি ice cream sandwich install করা যাবে

rizwan vai etato karbonn mobile er jonno……amr symphony w5….kivabe root korbo janale valo hoy……..01670459436

amar hocche na details banglay bolen plz

amar.no.01822053608 amar kace phone korle 10 tk easyload divo..

Level 0

সালাম রইল। ভাই, আপনি কি রূট করতে পেরেছেন আপনার Symphony W25? তাহলে যদি জানাতেন পদ্ধতিটা। এই (http://techandtips.com/symphony/root-symphony-xplorer-w25/288) পদ্ধতিটা কি আপনি চেষ্টা করে দেখেছেন? Symphony W25-তে কি 3G আছে?
ধন্যবাদ।

Level 0

Android Phone-এর ডিফল্ট অ্যাপ ইন্সটল লোকেশান ফোন-এর পরিবর্তে মেমোরি কার্ড করা যায়। এতে করে প্রায়ই সব অ্যাপগুলো সরাসরি মেমোরি কার্ডে ইন্সটলড হবে। ফলে আপনার ফোন মেমোরিতে পর্যাপ্ত জায়গা পাবেন। যারা রুট করা কম বোঝেন বা রুট করতে চান না তাদের জন্য এটা অনেক উপকার করবে আশা করি। আর এতে করে আপনার ফোনের ওয়ারেন্টিও থাকবে (কারণ এটা ইচ্ছা করলেই আবার পরিবর্তন করা যায় এবং সহজেই যে কেউ এড়িয়ে যাবে)। আমি আমার ফোনে করেছি।

বিস্তারিত এই পোস্টগুলোতেঃ

http://droid-den.com/android-guides/android-guide-force-apps-to-the-sd-card-without-rooting-a2sd/

http://droid-den.com/android-guides/android-guide-force-apps-to-the-sd-card-without-rooting-a2sd/

ADB Tool টা সরাসরি ডাউনলোড করতে চাইলে এই লিঙ্ক-এ পাবেনঃ
http://dl-ssl.google.com/android/repository/platform-tools_r16.0.1-windows.zip

Level 0

ভুলের কারণে একটা পোস্টের লিঙ্ক ২বার দেয়া হয়ে গেছে। আরেক্টার লিঙ্ক হলঃ
http://www.howtogeek.com/114667/how-to-install-android-apps-to-the-sd-card-by-default-move-almost-any-app-to-the-sd-card/

Level 0

amar symphony w68 er lancer uninstall kore felsi ekhon phone on korte partesina help chai. please help me.