পিসির একটা ড্রাইভে অন্যান্য ভিডিও এবং ডাটার সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও রেখেছিলাম। সবগুলোই ইউটিউব থেকে নামানো। ফরম্যাট FLV. ভেবেছিলাম সময় বের করে কোনও এক সময় ডিভিডির উপযোগি করে কনভার্ট করে ডিভিডিতে রাইট করে নেব (যে কোনও গুরুত্বপূর্ণ ডিভিডি নামানোর পর এই কাজটি যত তাড়াতাড়ি পারি করে নেই, কিন্তু এখন..।
আজ যে কোনও এক দূর্ঘটনাবশত: সেই পুরো ড্রাইভটিই ফরম্যাট হয়ে যায়! পরে অনেকটা সময় নিয়ে ড্রাইভের অন্যান্য ডাটা এবং ভিডিওগুলো রিকভার করে ফেরত আনি। কিন্তু সমস্যা হচ্ছে FLV ফরম্যাটের ভিডিওগুলো রিকভার করে পিসিতে সেভ করার পর সেগুলো আর চলছে না। কখনও কখনও সেই ভিডিও ফাইলের ভেতরে অন্য একটি ভিডিওর আংশিক ছবি, কখনও কোনও অডিওর গান পাওয়া যাচ্ছে। কখনও কিছুই থাকছে না। অথচ প্রত্যেকটা ভিডিও ফাইলের সাইজ ঠিক ততটুকুই থাকছে যতটুকু ডাউনলোড দিয়েছিলাম।
মেজাজ উঠল চরমে! অনেক কিছুই ট্রাই করলাম। হল না। কি করি... কি করি...
পরে Mini Tool Data Recovery ট্রাই করে কিছুটা স্বস্তি পেলাম। এর থেকেও ভাল কোন টুল কেউ কি ব্যবহার করেন?
আমি Pantho Shrabon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
File Recovery Software ব্যবহার করেন , আমার কাছে AVG PC Tune Up এর মাঝে থাকা File Recovery Option টা অনেক কার্যকরী মনে হয়েছে ……………