আমি এমন একটি সফটওয়্যার এর সিডি তৈরি করতে চাই যেখানে আমি পছন্দমত কয়েকটি সফটওয়্যার নির্বাচন করে রাখবো এবং তা আমি শুধু একবার ডাবল ক্লিক করে সকল সফটওয়্যার ইন্সটল দিতে পারবো ।
এ কাজ করার জন্য আমি আমার পছন্দের সফটওয়্যার গুলো সাইলেন্ট ইন্সটল এ পরিণত করেছি এখন আমি চাচ্ছি এক ক্লিক করেই যেন সকল সফটওয়্যার ইন্সটল করা যায় ।
আমি চাই WINDOWS দেওয়ার পর আমার তৈরিকৃত সিডি ইন্সটল দিতে ।
এতে সময় অনেক কম লাগবে ।
কারও কাছে এ পদ্ধতি জানা থাকলে দয়া করে জানান ।
আমি জিহাদুর রহমান নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
http://www.noyon786.blogspot.com
তুমি কি xp ব্যবহার কর ????